Meerut Murder Update: প্রেমিকার স্বামীর পাঠানো টাকায় চলত জুয়াখেলা! আইপিএল-এ বাজি ধরত! মুসকানের সঙ্গে বিলাসী জীবনে নিয়মিত বেড়াতেও যেত বেকার সাহিল

Last Updated:

Meerut Murder Update:তদন্তে জানা গিয়েছে, সে যে টাকা জিতেছিল তা মুসকানের সঙ্গে ঋষিকেশ এবং দেরাদুন ভ্রমণের জন্য ব্যবহার করেছিল। প্রতিবেদনে সাহিলের প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে তার কোনও নিয়মিত চাকরি ছিল না এবং তাই উপার্জনের কোনও নির্দিষ্ট উৎস ছিল না এবং সে জুয়ার উপার্জনের উপর নির্ভর করত।

News18
News18
মেরঠ: মেরঠ হত্যাকাণ্ডের নতুন নতুন তথ্য উন্মোচিত হয়েই চলেছে তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মুসকান রাস্তোগীর প্রেমিক সাহিল শুক্লা তার প্রেমিকার স্বামী সৌরভ রাজপুতের টাকা নিয়ে জুয়া খেলত। পুলিশ বিভাগের সূত্রের খবর, সাহিল ওই টাকা ব্যবহার করে ক্রিকেট ম্যাচে বাজি ধরত এবং জয়ের অর্থ নিজের এবং মুসকানের জন্য বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যবহার করত। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাহিল জুয়াড়িদের মাধ্যমে তার বাজি ধরেছিল, যাদের পরিচয় বর্তমানে তদন্তাধীন।
তাছাড়া, তদন্তে জানা গিয়েছে, সে যে টাকা জিতেছিল তা মুসকানের সঙ্গে ঋষিকেশ এবং দেরাদুন ভ্রমণের জন্য ব্যবহার করেছিল। প্রতিবেদনে সাহিলের প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে তার কোনও নিয়মিত চাকরি ছিল না এবং তাই উপার্জনের কোনও নির্দিষ্ট উৎস ছিল না এবং সে জুয়ার উপার্জনের উপর নির্ভর করত। পুলিশ সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সৌরভ প্রতি মাসে মুসকান এবং তাঁদের মেয়ের খরচ মেটানোর জন্য প্রায় ১ লক্ষ টাকা পাঠাতেন। পরবর্তীতে, সাহিলকে এই বিষয়টি মুসকান জানাতেন, যিনি পরে সেই টাকায় বাজি ধরতেন।
advertisement
পুলিশ আরও জানতে পেরেছে যে সাহিল বছরের পর বছর ধরে আইপিএল ম্যাচের উপর বাজি ধরছিল এবং গ্রেফতারের পর জেলে যাওয়ার আগে পর্যন্ত চলতি আইপিএল মরশুমে আরও বেশি টাকা বাজি ধরার প্রস্তুতি নিচ্ছিল। সাহিল এবং মুসকানকে গ্রেফতার করা হয় যখন মহিলা তার স্বামী সৌরভকে হত্যা করার কথা স্বীকার করে। সৌরভ একজন মার্চেন্ট নেভি অফিসার ছিলেন। অভিযোগ, তার দেহ ১৫ খণ্ডে কেটে ফেলেছিল সৌরভ ও মুসকান। মুসকানের বাবা-মা তাকে থানায় নিয়ে যান। যেখানে সে তার সহযোগী এবং তার প্রেমিক সাহিলের সঙ্গে আরও নৃশংস কার্যকলাপের কথা স্বীকার করে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সাহিল এবং মুসকান কারাগারের জীবনের সঙ্গে স্বভাবতই খাপ খাইয়ে নিতে বেশ কষ্ট পাচ্ছেন। সংবাদ সংস্থার খবর অনুসারে, কারা-কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের দু’জনের মধ্যে মাদক প্রত্যাহারের লক্ষণ দেখা দিচ্ছিল। মুসকান রস্তোগী এবং তার প্রেমিক সাহিল শুক্লা ১৯ মার্চ থেকে চৌধুরী চরণ সিং জেলা কারাগারে বন্দি রয়েছে। আদালত তাদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুন : ট্রেন মিস করার ভয় নেই! দিনের ব্যস্ত সময় যানজট, ভিড় এড়াতে এপিসি রোডের বদলে এই রাস্তায় পৌঁছন শিয়ালদহ স্টেশনে
তারা দু’জন একই ব্যারাকে থাকতে চেয়েছিল কিন্তু তাদের বলা হয়েছিল যে নিয়ম অনুসারে, এটি সম্ভব নয়। মুসকানের পরিবার তার উপর বীতশ্রদ্ধ। এই পরিস্থিতিতে সরকারি আইনজীবীরও আবেদন করেছে সে। কারা মারফত জানানো হয়েছে যে, এই দু’জনের মধ্যে চরম মানসিক চাপের লক্ষণ দেখা যাচ্ছে। “মুসকান এবং সাহিল ঠিকমতো ঘুমোতে পারছেন না। তারা খাওয়া-দাওয়াও করতে আপত্তি জানাচ্ছে,” জানিয়েছে সংবাদ সংস্থা। যদিও কারওর কারওর অনুমান যে এটি অনুশোচনার কারণে হতে পারে। জেল কর্মকর্তারা এর জন্য মাদকের অনুপস্থিতিকেই দায়ী করেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Update: প্রেমিকার স্বামীর পাঠানো টাকায় চলত জুয়াখেলা! আইপিএল-এ বাজি ধরত! মুসকানের সঙ্গে বিলাসী জীবনে নিয়মিত বেড়াতেও যেত বেকার সাহিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement