TRENDING:

Hawker Loan: রঘুনাথপুরের হকারদের জন্য দারুণ খবর! সামান্য কিছু নথি থাকলেই মিলবে ৫০ হাজার টাকা লোন, পরিশোধের ক্ষেত্রেও রয়েছে দুর্দান্ত ক্যাশব্যাকের সুবিধা

Last Updated:

Purulia Hawker Loan: ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা। পৌরসভার উদ্যোগে চালু হয়েছে 'হকার লোন প্রকল্প', যার মাধ্যমে ফুটপাথে ব্যবসা করা ক্ষুদ্র ও অস্থায়ী ব্যবসায়ীরা সহজ শর্তে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা। পৌরসভার উদ্যোগে চালু হয়েছে ‘হকার লোন প্রকল্প’, যার মাধ্যমে ফুটপাথে ব্যবসা করা ক্ষুদ্র ও অস্থায়ী ব্যবসায়ীরা সহজ শর্তে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।
advertisement

এই প্রকল্পের আওতায় হকাররা ১৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণের অর্থ ব্যবহার করে তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণ, পণ্য ক্রয় এবং দৈনন্দিন ব্যবসায়িক প্রয়োজন মেটাতে পারবেন বলে জানিয়েছে পৌরসভা। ফলে এলাকার বহু হকার উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: নাজমার হাত ধরে ছাদ বাগান জনপ্রিয় বহরমপুরে, পছন্দের তালিকায় রাখতে পারেন আপনিও! তবে খেয়াল রাখতে হবে এইসব জিনিস

advertisement

রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানান, এই হকার লোন সরাসরি পৌরসভার মাধ্যমেই প্রদান করা হবে। প্রকল্পটি তিনটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ১৫,০০০ টাকা ঋণ, এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ধাপে ২৫,০০০ টাকা ঋণ দেড় বছরের মধ্যে ফেরত দেওয়ার সুযোগ থাকবে। তৃতীয় ধাপে সর্বোচ্চ ৫০,০০০ টাকা ঋণ তিন বছরের মধ্যে পরিশোধ করা যাবে। এই প্রকল্পের আরও একটি উল্লেখযোগ্য দিক হল ডিজিটাল লেনদেনের উৎসাহ। যারা UPI-এর মাধ্যমে লেনদেন করবেন, তারা প্রতি মাসে ১০০ টাকা করে বছরে সর্বোচ্চ ১,২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এক-একটা ইয়া বড়...লুচি না হাতির পা? মালদহের ঐতিহ্য 'পাতি পায়া লুচি'র চাহিদা আজও অটুট
আরও দেখুন

প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি এবং আধার লিঙ্ক করা সক্রিয় মোবাইল নম্বরের ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ভেন্ডার হওয়ার শংসাপত্রে সই ও স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক। রঘুনাথপুর পৌরসভার এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাত্রার মানোন্নয়নে এবং আর্থিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hawker Loan: রঘুনাথপুরের হকারদের জন্য দারুণ খবর! সামান্য কিছু নথি থাকলেই মিলবে ৫০ হাজার টাকা লোন, পরিশোধের ক্ষেত্রেও রয়েছে দুর্দান্ত ক্যাশব্যাকের সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল