এ দিন সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নরেন্দ্র মোদি। সেখানেই বলেন এ কথা। তিনি জানান, দেশ এখন ‘মিশন মোড’-এ রয়েছে। উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং বিনিয়োগের দিকে এগোচ্ছে।
আরও পড়ুন: পুণ্য স্নান হল, বাড়ি ফেরা হল না! কুম্ভে ভিড়ের চাপে মর্মান্তিক পরিণতি মালদহের তরুণ স্কুল শিক্ষকের
advertisement
মোদি বলেন, “মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তকে আশীর্বাদ করুন, এই প্রার্থনাই করি। ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে ৭৫ বছর পূর্ণ করেছে, এটা গর্বের বিষয়। ভারত বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।“ এবারের বাজেট দেশকে নতুন আশা দেবে, শক্তি জোগাবে বলেও মন্তব্য করেন মোদি। তাঁর কথায়, “আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে, ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে তখন ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যেও পৌঁছবে। এই বাজেট দেশকে দেশকে নতুন আশা এবং শক্তি যোগাবে।“
কেন্দ্রীয় বাজেট ২০২৫ | Union Budget 2025 Live Updates
সংসদ অধিবেশন শুরুর আগে ‘বিদেশি শক্তি’ কোনও না কোনও ভাবে ঝামেলা পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ মোদির। তবে এবারে করেনি। প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের পরে এই প্রথম অধিবেশন শুরুর আগে কোনও বিদেশি শক্তি অশান্তি সৃষ্টির চেষ্টা করেনি।“ সঙ্গে তিনি যোগ করেন, “উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং বিনিয়োগ আমাদের আর্থিক পরিকল্পনার মূল ভিত্তি।
উল্লেখ্য, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নগেশ্বরনের নেতৃত্বে একটি দল ইকোনমিক সার্ভে রিপোর্ট তৈরি করেছে। শুক্রবার দুপুর ১২টায় তা সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এতে আর্থিক কার্যক্রমের সরকারি মূল্যায়ন এবং দেশের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা তুলে ধরা হবে।
শনিবার দুপুর ১১টায় পেশ হবে বাজেট। এবারের বাজেটে আয়কর স্ল্যাবে পরিবর্তন এবং অবকাঠামো, গ্রামীণ উন্নয়ন ও শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির প্রত্যাশা রয়েছে আমজনতার। গত চার বছরের মধ্যে এবছর আর্থিক প্রবৃদ্ধি সবচেয়ে কম। এই সমস্যার মোকাবিলায় কোনও ঘোষণা হতে পারে। মুদ্রাস্ফীতি কমানোই এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।
বাজেট অধিবেশনে যে বিলগুলি উপস্থাপন করা হবে তার মধ্যে রয়েছে ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল, রেলওয়ে (সংশোধন) বিল, এবং দুর্যোগ ব্যবস্থাপনা (সংশোধন) বিল। এছাড়া তেল অনুসন্ধান সম্পর্কিত নিয়মাবলী, শিল্প বয়লারের নিরাপত্তা মান, গোয়ায় অনুপ্রবেশকারী আদিবাসীদের প্রতিনিধিত্ব, ধর্মীয় দান সম্পত্তির সংস্কার, এবং শিপিং সম্পর্কিত মারিটাইম আইন আধুনিকীকরণের বিষয়েও প্রস্তাব থাকবে বলে জানা গিয়েছে।