TRENDING:

Budget 2020: দুধ থেকে মদ, আর কী কী দাম কমল এই বাজাটে, দেখুন এক নজরে

Last Updated:

এক নজরে দেখে নিন কোন কোন দ্রব্যের দাম কমল এই বাজেটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০২০ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ খুব স্বাভাবিকভাবে সকলের নজর থাকে একটি বিষয়ের প্রতি৷ কিসের দাম কমল ও কিসের দাম বাড়ল৷ এক নজরে দেখে নিন কোন কোন দ্রব্যের দাম কমল এই বাজেটে৷
advertisement

১)নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেই টোনড দুধের দাম কমল এই বাজেটে৷

২) পাশাপাশি দাম কলম চিনির৷ গৃহস্থে চিনির ব্যবহারও প্রচুর৷

৩)অন্যদিকে শরীরচর্চা করেন যারা তাদের জন্য খুবই সুখবর৷ সোয়া প্রোটিন ও সোয়া ফাইবার যুক্ত খাবারের দাম কমল৷

৪) একই সঙ্গে কিছু বিশেষ মদের দাম কমেছে৷

৫) দাম কমেছে খেলার সামগ্রীরও৷

advertisement

৬) অন্যদিকে দাম কমেছে মাইক্রোফেনের৷

৭)ইলেক্ট্রিক চালিত গাড়ির দাম কমেছে৷ পরিবেশ রক্ষার্থে এই ধরণের গাড়ির ব্যবহারের ওপর জোড় দিচ্ছে সরকার৷ তাই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

৮)দাম কমল নিউজ প্রিন্টের৷ একই সঙ্গে নিউজপ্রিন্ট আমদানিও সস্তা করা হল৷

৯) দাম কমল টুনা মাছের৷

১০) ফিউজ, প্লাস্টিকের দাম কমল৷

১১) প্রাণিজ দ্রব্যের দামও কমানো হল বাজেটে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2020: দুধ থেকে মদ, আর কী কী দাম কমল এই বাজাটে, দেখুন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল