আরও পড়ুন: অনলাইনে বদলাতে পারবেন নমিনি ? দেখে নিন কী করতে হবে.....
আজ ৪৭ হাজার টাকার কম রয়েছে সোনার দাম
ফেব্রুয়ারি ডেলিভারি সোনার দাম এদিন ০.১৭ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৭,৫৪৩ টাকা হয়েছে ৷ অন্যদিকে রুপোর দাম ০.২৩ শতাংশ বেড়ে ৬০,৮০৪ টাকা হয়েছে ৷
আরও পড়ুন: এখনও আসেনি কিস্তির টাকা ? এই তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা ....
advertisement
২০২০ সালে ৫৬ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল সোনার দাম-
অগাস্ট ২০২০-তে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছিল ৫৬২০০ টাকা ৷ যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ আজ এমসিএক্সে সোনা প্রতি ১০ গ্রামে ৪৭,৫৪৩ টাকায় ট্রেড করছে ৷ অর্থাৎ রেকর্ড দাম থেকে এখনও ৮,৬৬৬ টাকায় পাওয়া যাচ্ছে সোনালি ধাতু ৷
বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম?
বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷
আরও পড়ুন: টাকার দরকার পড়লে কীভাবে PF অ্যাকাউন্ট থেকে তুলবেন টাকা ? জেনে নিন পুরো পদ্ধতি....
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷