আরও পড়ুন-ওজন কম করতে চাইলে পপকর্নের চেয়ে ভাল স্ন্যাক্স আর হয় না! কেন জানেন কি?
সাইনপোস্ট ইন্ডিয়া হল একটি স্বাধীন আইএসও সার্টিফায়েড ডিজিটাল হোম এন্টারপ্রাইজ কোম্পানি। সাইনপোস্ট ইন্ডিয়া খুবই অভিজ্ঞতাসম্পন্ন একটি কোম্পানি। বড় স্কেলের পাবলিক ওরিয়েন্টেড প্রোজেক্টে এদের বিশাল অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে স্ট্রিট ফার্নিচার, ট্রানজিট, পাবলিক বাইসাইকেল শেয়ারিং, ইন্টারনেট ট্রাফিক মনিটরিং সিস্টেম ইত্যাদি। সারা ভারত জুড়ে এদের প্রায় ৩২টি সরকারি প্রজেক্টের কাজ চলছে। সরকারি প্রজেক্ট ছাড়াও সাইনপোস্ট ইন্ডিয়া প্রায় ১০০টি কর্পোরেটের সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করেছে এবং তাদের সঙ্গে জড়িত রয়েছে। সারা ভারত জুড়ে তাদের প্রায় ১১টি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ চালানো হয়। এর মধ্যে রয়েছে পিএসইউ, ট্যুরিজম, এমএসএমই ব্র্যান্ড ইত্যাদি। সাইনপোস্ট ইন্ডিয়া তাদের কাজের জন্য বিভন্ন ধরনের সম্মানে ভূষিত হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামের ৫৭টি সোনা, ৪৩টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড।
advertisement
অন্য দিকে, প্রেসম্যান অ্যাডভার্টাইজিং হল ভারতের একটি বৃহৎ স্বাধীন অ্যাডভার্টাইজিং এজেন্সি। প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের কাজ হল প্রিন্ট, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস এবং ডিজিটাল অ্যাডভার্টাইজিং। এসব ক্ষেত্রে এই সংস্থার অনেক অভিজ্ঞতা রয়েছে। প্রেসম্যান অ্যাডভার্টাইজিং বর্তমানে ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিং থেকে প্রবেশ করছে ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ে। প্রেসম্যান অ্যাডভার্টাইজিং হল একটি দেনামুক্ত স্বাধীন কোম্পানি। বর্তমানে প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের মোট মূলধনের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। আর্থিক বর্ষ ২০১২-১৩ থেকে প্রেসম্যান অ্যাডভার্টাইজিং তাদের স্টেক হোল্ডারদের সবথেকে বেশি পরিমাণে হাই ডিভিডেন্ট দিয়ে আসছে।
আরও পড়ুন-বিধাননগর পুরনিগমের ৩ বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের
প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ডক্টর নীরেন সুচাতি (Dr. Niren Suchanti) জানিয়েছেন, ‘‘আমরা সবসময় আমাদের স্টেক হোল্ডারদের কথা মাথায় রেখে কাজ করে চলেছি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমরা যৌথভাবে কাজ করতে চলেছি।’’ সাইনপোস্ট ইন্ডিয়ার সিইও এবং কো-ফাউন্ডার শ্রীপদ আশতেকর ( Shripad Ashtekar) জানিয়েছেন, "আমরা খুবই উৎসাহী হয়ে রয়েছি প্রেসম্যান অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য।"