জলপাইগুড়ির ব্যবসায়ীদের জন্য এসেছে সুখবর। ডাকবিভাগের উদ্যোগে এখন বাড়ি থেকেই স্পিডপোস্ট (Speed Post) ও ইন্ডিয়া পোস্ট (India Post)-এর মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে এমনকি বিদেশেও সামগ্রী পাঠানো যাবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি বড় ডাকঘরে আয়োজিত এক বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য, হস্তশিল্প নির্মাতা ও চা ব্যবসায়ীরা।
advertisement
কর্মশালায় ডাকবিভাগের উত্তরবঙ্গের সহকারি অধিকর্তা সিদ্ধার্থ ভট্টাচার্য জানান, “ডাকঘরে এসে লাইন দেওয়ার দিন শেষ। এখন বাড়িতে বসেই অনলাইনে বুকিং কিংবা ৯৪৩৩১৬৫০৫০ নম্বরে ফোন করলেই আমাদের কর্মীরা বাড়িতে গিয়ে পার্সেল নিয়ে আসবে। খরচ কম, নিরাপত্তা বেশি।”এই উদ্যোগে খুশি শহরের বহু ব্যবসায়ী।
আরও পড়ুন: PORD, POMIS, PPF বা SSY, আপনার জন্য পোস্ট অফিসের কোন স্কিমটা বেশি লাভজনক ?
জলপাইগুড়ির চা ব্যবসায়ী শম্ভু ঝা বলেন, “দার্জিলিং ও অর্গানিক চায়ের ক্রেতা অনেক জায়গায়। কিন্তু ক্যুরিয়ারে খরচ ও নিরাপত্তার সমস্যা ছিল। এখন ডাকবিভাগ দোকানে এসে চায়ের প্যাকেট বুকিং করে নিয়ে যাবে শুনে অনেকটাই নিশ্চিন্ত।” সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিষেবা ছোট ব্যবসায়ী ও মহিলাদের জন্য বিশেষভাবে লাভজনক হবে।
আরও পড়ুন: পোস্ট অফিসের সেরা স্কিম, ১০,০০০ টাকা করে জমা করে পেয়ে যাবেন ৭ লাখ টাকার বেশি !
সরকারি পরিবহনের নির্ভরতা, কম খরচ ও বাড়ি থেকেই বুকিংয়ের সুবিধা—এই তিনে মিলেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার পথ। ব্যবসা এখন আরও সহজ, আরও নিরাপদ—ডাকবিভাগ হয়ে উঠছে ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় ভরসা।
সুরজিৎ দে