সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা মাথায় রেখে চালানো হয়েছে। এটি পোস্ট অফিসের সর্বোচ্চ সুদ প্রদানকারী স্কিমগুলির মধ্যে একটি। বর্তমানে, এই স্কিমে বিনিয়োগ করে, আপনি প্রতি বছর ৮ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন। এই স্কিমের অধীনে আপনার অ্যাকাউন্ট মাত্র ২৫০ টাকা দিয়ে খোলা যাবে। ম্যাচিউরিটি সময়কাল ২১ বছর। আপনি স্কিমের অধীনে সর্বাধিক ১,৫০,০০০ টাকা পর্যন্ত জমা করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা আয়কর আইনের ধারা 80-C এর অধীনে ট্যাক্সের সুবিধা দেয়।
advertisement
আরও পড়ুন, ভাঙল কাচ, ফের আক্রান্ত নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
আরও পড়ুন, মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে চরম উত্তেজনা, বর্ধমানের ‘এখানে’ যা হল
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS): পোস্ট অফিস সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম বিশেষ করে প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে শুরু করা হয়েছে। এই স্কিমে ৫৫-৬০ বছর বয়সী যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা এই স্কিমে তাঁদের অর্থ জমা করতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১,০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আপনি এটিতে সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। বর্তমানে, এই প্রকল্পে ৮.২ শতাংশ সুদের হারের সুবিধা পাবেন। পোস্ট অফিস সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম আয়কর আইনের ধারা 80C এর অধীনে ট্যাক্সের সুবিধা প্রদান করে।