পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা ছাড়াও এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের সার্ভিসের সুবিধা নিতে পারবেন অন্যান্য গ্রাহকরাও। অর্থাৎ যে সমস্ত গ্রাহকের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট নেই, তাঁরাও এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা গ্রহণ করতে পারবেন। ছুটির দিন সমেত প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিস। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু' ধরনের মোবাইল ফোনেই ব্যবহার করা যাবে এই ব্যাঙ্কিং সার্ভিস।
advertisement
আরও পড়ুন: পুজোর মধ্যেই সুখবর! এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে ৮.৫% সুদ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের নতুন এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা গ্রহণ করতে গেলে তাঁদের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ নম্বর ৯১৯২৬৪০৯২৬৪০ সেভ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নম্বারে হ্যালো অথবা হাই পাঠিয়ে কথাবার্তা শুরু করতে হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রাহকরা ব্যাঙ্কের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, গ্রাহকদের এই নম্বরে কথাবার্তা শুরু করার আগে ভাল করে দেখে নেওয়া দরকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে গ্রিন-টিক রয়েছে কি না।
হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাওয়া যাবে এই সুবিধা -
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা নিজেদের ব্যালেন্স, শেষ পাঁচটি ট্রানজাকশন, চেক রিকোয়েস্ট, চেক বুক ইত্যাদির মতো নন ফিনান্সিয়াল সার্ভিসের সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ সার্ভিসের সুবিধা পাবেন। এর মাধ্যমে অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্ক লোন, ব্যাঙ্ক জমা, এনআরআই সার্ভিস, এটিএম সংক্রান্ত তথ্য ইত্যাদির মতো সুবিধা পাওয়া যাবে।
পিএনবি বাড়িয়েছে লোনের সুদের হার -
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি সুদের হার বাড়িয়েছে। ১ সেপ্টেম্বর থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সকল লোনের উপর এই নতুন সুদের হার চালু হয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, ১ বছর পর্যন্ত এমসিএলআর এখন ৭.৭০ শতাংশ হবে, যা আগে ৭.৬৫ শতাংশ ছিল। এছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৩ বছর পর্যন্ত এমসিএলআর এখন ৮% হবে। এক্ষেত্রে ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাড়িয়েছে সুদের হার -
১ মাস, ৩ মাস এবং ৬ মাস পর্যন্ত লোনের সুদের হার ৭.১০ শতাংশ থেকে বেড়ে ৭.৪০ শতাংশ করা হয়েছে। একদিন পর্যন্ত এমসিএলআর ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.০৫ শতাংশ করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লোনের সুদের হার ০.৫০ শতাংশ বাড়িয়ে ৭.৯০ শতাংশ করে দিয়েছে।