আরও পড়ুন: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!
পিএম কিষান যোজনায় (Pradhan Mantri Kisan Samman Nidhi) চলতে থাকা ফ্রডের তদন্তের সময় উত্তরপ্রদেশের বরেলিতে এরকম ৫৫,২৪৩ কৃষক পাওয়া গিয়েছে যারা এই যোজনার আওতার বাইরে পড়েন অথচ সুবিধা নিয়ে চলেছেন ৷ এদের মধ্যে কিছু কৃষক সরকারি চাকরি করেন আবার কয়েকজনের নিজের ব্যবসা রয়েছে ৷ এরপরও তাদের অ্যাকাউন্টে পিএন কিষান যোজনার ২০০০ টাকা ট্রান্সফার হয়েছে ৷ সেপ্টেম্বর ২০২১-এ জেলা স্তরে তদন্ত করা হতেই সামনে এসেছে ঘটনা ৷ এই ঘটনায় জেলা কৃষি বিভাগের তরফে এরকম কৃষকদের থেকে টাকা ফেরত নেওয়ার নোটিস জারি করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: ডিজিটাল গোল্ড ট্রেডিং নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে সরকার, আসছে SEBI এবং RBI মাস্টারপ্ল্যান!
স্বামী ও স্ত্রী দু’জনের নামেও সুবিধা নেওয়া অবৈধ-
তিন মাসে আগে কেন্দ্র সরকারের কাছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (Pradhan Mantri Kisan Samman Nidhi) চলতে থাকা গড়মিলের অভিযোগ পৌঁছয় ৷ তাতে জানানো হয়েছে, সুবিধাভোগীদের লিস্টে এমন অনেকের নাম রয়েছে যারা কৃষক নয় বরং সরকারি চাকরি করেন বা ব্যবসা করেন ৷ এর পাশাপাশি এরকম ঘটনাও দেখা গিয়েছে যেখানে স্বামী ও স্ত্রী দু’জনের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকেছে ৷ আবার কিছু ক্ষেত্রে সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পরও সুবিধা নিয়ে চলেছেন পরিবারের সদস্যরা ৷ আবার কিছু ক্ষেত্রে ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে ১ লিটারের দাম....
কোন কৃষকরা এই যোজনার সুবিধার আওতার বাইরে পড়েন?
ট্যাক্স দিয়ে থাকেন এবং পেনশনভোগী কৃষকদের এই যোজনার সুবিধার বাইরে রাখা হয়েছে ৷ একই জমির ভিত্তিতে একজনের বেশি সদস্যের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকলে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে ৷ এর পাশাপাশি তাদের বিরুদ্ধে ফ্রডের মামলাও দায়ের করা হবে ৷
