আরও পড়ুন: পিএম কিষাণের বিশাল আপডেট! এই কৃষকেরা পাবেন না টাকা, তালিকায় আপনিও?
বৃহস্পতিবার মহারাষ্ট্রের আকোলার ডক্টর পাঞ্জাবরাও দেশমুখ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন নীতিন গড়করি। এই অনুষ্ঠানেই তিনি পেট্রোল ব্যানের বিষয়টি নিয়ে বলেন যে আগামী সময়ে দেশে পেট্রোল নিষিদ্ধ করা হবে। এই সমাবর্তন অনুষ্ঠানে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে কেন্দ্রীয় মন্ত্রী গড়করিকে 'ডক্টর অফ সায়েন্স' ডিগ্রিও প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ভগৎ সিং কোশিয়ারি।
advertisement
ইথানল হল সাশ্রয়ের চাবিকাঠি
কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এদিন বলেন যে ইথানলের একটি সিদ্ধান্তে দেশের ২০,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। অদূর ভবিষ্যতে দুই চাকার মোটরবাইক এবং চার চাকার গাড়িগুলি সবুজ হাইড্রোজেন, ইথানল এবং সিএনজি ভিত্তিক হবে। জ্বালানি হিসেবে পেট্রোলের যায়গায় এই উপদানগুলি ব্যবহার করা হবে।
আরও পড়ুন: মোদি সরকারের কর্মীদের বকেয়া DA নিয়ে সব থেকে বড় আপডেট, অ্যাকাউন্টে টাকা আসছে
বিশ্ববিদ্যালয়ের বিষয় তিনি বলেন, বিদর্ভ থেকে বাংলাদেশে তুলা রফতানি করার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার সফলতার জন্য বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতা প্রয়োজন। বিদর্ভের কৃষক আত্মহত্যা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুন: যত খুশি পাখা-এয়ার কন্ডিশনার-ফ্রিজ চালান, বিদ্যুতের বিল দিতে হবেনা একটি টাকাও
দিন দিন প্রযুক্তি এত বেশি উন্নতি হচ্ছে যে অনেকেই মনে করছেন ধীরে ধীরে বিশ্বে পেট্রোলের চাহিদা কমে যাবে। বর্তমানে ভারতেও ইলেকট্রিক কার এবং মোটরবাইকের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের আকাশছোঁয়া দামের জন্য গ্রাহকরা সস্তা এবং সাশ্রয়ী বিকল্প বেছে নিচ্ছেন।