TRENDING:

Petrol diesel price today: আজও কি ফের বদল জ্বালানির দামে? জানুন কলকাতার পেট্রোলের দর

Last Updated:

বিশ্বের বাজারে লাগাতার বৃদ্ধি লেগেই রয়েছে অশোধিত তেলের দামে৷ গত ২৪ ঘন্টায় তা আরও প্রায় ২ ডলার বেড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিশ্বের বাজারে লাগাতার বৃদ্ধি লেগেই রয়েছে অশোধিত তেলের দামে৷ গত ২৪ ঘন্টায় তা আরও প্রায় ২ ডলার বেড়েছে৷
আজও কি ফের বদল জ্বালানির দামে? জানুন কলকাতার পেট্রোলের দর
আজও কি ফের বদল জ্বালানির দামে? জানুন কলকাতার পেট্রোলের দর
advertisement

ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ৮৬ ডলারে পৌঁছে গিয়েছে৷ তাই বুধবার সকালে দেশের বাজারে তেলের দামে খানিকটা বদল আনল দেশের সরকারি তেল সংস্থাগুলি৷ আজ দেশের কিছু শহরে বদলেছে তেলের দাম৷ তবে দেশের চার প্রধান শহরে অর্থাৎ দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইতে তেলের দামে কোনও বদল আনেনি সরকরি তেল সংস্থাগুলি৷

আরও পড়ুন: আয়কর নিয়মে পরিবর্তন, বাজেটে কি সুখবর দেবে কেন্দ্রীয় সরকার

advertisement

সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী বিহার রাজস্থান-সহ বেশ কিছু রাজ্যে বদল এসেছে পেট্রোল ডিজেলের দামে৷ মঙ্গলবার বিহারের রাজধানী পাটনায় পেট্রোলের দাম ৮৮পয়সা বেড়ে প্রতি লিটারে ১০২.১২ টাকাতে পৌঁছেছে, এবং ডিজেল ৮২ পয়সা বেড়ে ৯৪.৮৬ টাকা লিটারে পৌঁছেছে। রাজস্থানের গঙ্গানগর জেলায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ৯পয়সা বেড়ে বিক্রি হচ্ছে ১১৩.২০টাকায়, সঙ্গে ডিজেল ৮ পয়সা বেড়ে ৯৭.৯৮ টাকা লিটার হয়েছে।

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম

দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা

মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা

চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা

কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা

আরও পড়ুন:  'আমিও মধ্য়বিত্ত, তাই চাপটা বুঝি!' বাজেটের আগে আশ্বস্ত করলেন সীতারমণ

advertisement

দেশের অন্যান্য কিছু শহরে তেলের দাম

নয়ডা - পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা

গাজিয়াবাদ - পেট্রোল ৯৬.৫৮ টাকা ডিজেল ৮৯.৭৫টাকা

পটনা -পেট্রোল ১০৮.১২ টাকা ডিজেল ৯৪.৮৬ টাকা

গঙ্গানগর- পেট্রোল ১১৩.২০ টাকা ডিজেল ৯৭.৯৮ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

এছাড়াও, কেন্দ্রীয় বাজেটে GST-এর আওতায় পেট্রোলিয়াম পণ্যগুলিকে অন্তর্ভুক্ত করার ব্যপারে আলোচনা চলছে, যার ফলে পেট্রোলিয়াম পণ্যগুলির দাম নিয়ন্ত্রনে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ সঙ্গে পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারকে পরামর্শ দিয়েছে আইএমএফ৷ সবমিলিয়ে জ্বালানী তেলের দামে আশার আলো দেখেছে দেশবাসী৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol diesel price today: আজও কি ফের বদল জ্বালানির দামে? জানুন কলকাতার পেট্রোলের দর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল