TRENDING:

১৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবে পেনশনের টাকা

Last Updated:

কোথায় জমা করবেন লাইফ সার্টিফিকেট ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পেনশনভোগীদের হাতে আর মাত্র ১৬ দিন সময় রয়েছে ৷ প্রত্যেক বছর পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট (Jeevan Pramaan Patra or life certificate)জমা দিতে হয় ৷ লাইফ সার্টিফিকেটের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে পেনশনভোগী ব্যক্তি জীবিত রয়েছেন ৷ লাইফ সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আটকে দেওয়া হয় পেনশন ৷ তাই সরকারের তরফে এবং ব্যাঙ্কের তরফে প্রতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷
advertisement

আরও পড়ুন: সোনায় ইনভেস্ট করতে চাইছেন ? তাহলে অবশ্যই এই ৬টি বিষয়ে খেয়াল রাখুন

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেতে হবে পেনশনভোগীদের ৷ তবে এখন বাড়িতে বসেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা রয়েছে ৷

লাইফ সার্টিফিকেট- আপনার কাছে আধার কার্ড, বর্তমান মোবাইল নম্বর, পেনশন টাইপ, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর হাতের কাছে রাখতে হবে, যাতে এজেন্ট বা পোস্টম্যান আসতেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে পারবেন ৷ এর জন্য আধার নম্বর যে ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে পেনশন নিয়ে থাকেন সেখানে রেজিস্টার থাকতে হবে ৷

advertisement

আরও পড়ুন: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে জমা করা যাবে আয়ের ডিটেল, জানুন বিশদে!

কোথায় জমা করবেন লাইফ সার্টিফিকেট ?

পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা, ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবা ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: ১৮ বছর বয়স হওয়ার আগেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড! দেখে নিন কীভাবে....

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক ইত্যাদি ডোরস্টেপ পরিষেবা দিয়ে থাকে ৷ এর মধ্যে সামিল রয়েছে ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ৷ ওয়েবসাইটে (doorstepbanks.com বা www.dsb.imfast.co.in/doorstep/login) মোবাইল অ্যাপ্লিকেশন বা (18001213721 या 18001037188) টোলফ্রি নম্বরে কল করে ডোরস্টেপ পরিষেবার জন্য বুকিং করতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবে পেনশনের টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল