আরও পড়ুন: সোনায় ইনভেস্ট করতে চাইছেন ? তাহলে অবশ্যই এই ৬টি বিষয়ে খেয়াল রাখুন
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেতে হবে পেনশনভোগীদের ৷ তবে এখন বাড়িতে বসেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা রয়েছে ৷
লাইফ সার্টিফিকেট- আপনার কাছে আধার কার্ড, বর্তমান মোবাইল নম্বর, পেনশন টাইপ, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর হাতের কাছে রাখতে হবে, যাতে এজেন্ট বা পোস্টম্যান আসতেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে পারবেন ৷ এর জন্য আধার নম্বর যে ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে পেনশন নিয়ে থাকেন সেখানে রেজিস্টার থাকতে হবে ৷
advertisement
কোথায় জমা করবেন লাইফ সার্টিফিকেট ?
পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা, ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবা ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷
আরও পড়ুন: ১৮ বছর বয়স হওয়ার আগেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড! দেখে নিন কীভাবে....
স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক ইত্যাদি ডোরস্টেপ পরিষেবা দিয়ে থাকে ৷ এর মধ্যে সামিল রয়েছে ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ৷ ওয়েবসাইটে (doorstepbanks.com বা www.dsb.imfast.co.in/doorstep/login) মোবাইল অ্যাপ্লিকেশন বা (18001213721 या 18001037188) টোলফ্রি নম্বরে কল করে ডোরস্টেপ পরিষেবার জন্য বুকিং করতে পারবেন ৷