TRENDING:

Outdoor Cinema Hall: খোলা আকাশের নীচে বসে দেখুন সিনেমা! কালীপুজোয় বিশেষ মজা দিচ্ছে এই ব্যবস্থা

Last Updated:

Outdoor Cinema Hall: বিশেষত দিল্লি-এনসিআর এলাকায় গত কয়েক দিনে বায়ু দূষণের মাত্রা এতখানি বেড়ে গিয়েছে যে কোনও ভাবেই এই এলাকায় আতশবাজি পোড়ানোর অনুমতি দিতে পারেনি প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপাবলির আসল আনন্দ আতশবাজিতে, অন্ধকার আকাশে জ্বলে ওঠা তারায়। কিন্তু মানুষের ডেকে আনা দুর্বিপাকে এবার মানুষই জর্জরিত। বিশেষত দিল্লি-এনসিআর এলাকায় গত কয়েক দিনে বায়ু দূষণের মাত্রা এতখানি বেড়ে গিয়েছে যে কোনও ভাবেই এই এলাকায় আতশবাজি পোড়ানোর অনুমতি দিতে পারেনি প্রশাসন। কিন্তু তাহলে ওই এলাকার বাসিন্দারা কীভাবে আনন্দ করবেন দীপাবলিতে!
কালীপুজোয় বিশেষ মজা দিচ্ছে এই ব্যবস্থা
কালীপুজোয় বিশেষ মজা দিচ্ছে এই ব্যবস্থা
advertisement

ভাবনার কিছু নেই। তাঁদের জন্য রয়েছে অন্য উপায়। আলোর উৎসবে আলো বাদ পড়বে না কোথাও। পরিবার ও বন্ধুদের নিয়ে একটা সুন্দর সন্ধ্যা কাটানো যেতেই পারে। বেছে নেওয়া যেতে পারে কোনও ওপেন এয়ার থিয়েটার। রাজধানী এলাকায় তার অভাব নেই।

দিল্লি-এনসিআর এলাকায় একাধিক ফিল্ম সংগঠন থিয়েটার তৈরি করেছে। খোলা জায়গায় সেই সব থিয়েটারে আনন্দ উদযাপন করাই যায় পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে।

advertisement

যেহেতু এবছর আতশবাজির প্রদর্শন থেকে বঞ্চিত হবে দিল্লির বাসিন্দারা। তাই তাঁরা অনেকেই খোলা জায়গায় সিনেমা দেখেই মন ভরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষত, এবার সপ্তাহান্তে দীপাবলি পালিত হচ্ছে। কোথায় কোথায় যাওয়া যেতে পারে, দেখে নেওয়া যাক এক নজরে—

সানসেট সিনেমা ক্লাব— বলা যায় শহরের সেরা থিয়েটার, যেখানে সিনেমা দেখে আনন্দ উপভোগ করা যায় পরিবারের সঙ্গে। ওপেন স্পেস থিয়েটারে বসে সিনেমা দেখার মজাই আলাদা। একটু আরাম করে বসে সিনেমা দেখার জন্য এখানে ম্যাট্রেস এবং বিন ব্যাগ দেওয়া হয় দর্শকদের। নয়ডা, গুরুগ্রাম, জাসোলা বিহারের মতো এলাকায় এই রয়েছে এই থিয়েটার। অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য এই সাইটে ক্লিক করা যেতে পারে www.sunsetcinemaclub.com.

advertisement

আরও পড়ুন,১৯-এর তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বৃদ্ধ, সাতসকালে আঁতকে উঠল ধুপগুড়ি

আরও পড়ুন, চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী

পিপল ট্রি, ওপেন থিয়েটার— প্রযুক্তি এবং প্রকৃতির আদর্শ মেলবন্ধন বলা যেতে পারে এই জায়গাটিকে। সঙ্গে রয়েছে বিনোদন। আসলে একটি অশ্বত্থ গাছের নিচে বসে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। পটেল চকের কাছে অক্ষরা থিয়েটার কমপ্লেক্স-এর অ্যাম্ফিথিয়েটার-এ এই ওপেন থিয়েটারটি গড়ে উঠেছে। এটাও সানসেট সিনেমা ক্লাবের পক্ষ থেকেই তৈরি করা হয়েছে। আরও তথ্য পেতে এই www.sunsetcinemaclub.com. লিঙ্কে ক্লিক করা যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ড্রাইভ-ইন, পিভিআর সিনেমা— গত কয়েক বছরে দেশের অন্যতম সিনেমাপ্লেক্সগুলি গড়ে তুলেছে পিভিআর। আউটডোর মুভি এক্সপেরিয়েন্সের ক্ষেত্রেও তারা বিশেষ সফল। অন্য সমস্ত থিয়েটারের থেকে এই ড্রাইভ-ইন থিয়েটার আলাদা। কারণ এখানে নিজের গাড়িতে বসেই বড় পর্দায় পছন্দের ছবি উপভোগ করা যেতে পারে। বিশদ তথ্যের জন্য www.pvrcinema.com. –এ ক্লিক করা যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Outdoor Cinema Hall: খোলা আকাশের নীচে বসে দেখুন সিনেমা! কালীপুজোয় বিশেষ মজা দিচ্ছে এই ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল