আরও পড়ুন: কখন, কোথায়, কীভাবে সরাসরি দেখবেন নির্মলার বাজেট?
আয়কর তুলে দিলে ক্ষতি কী?
সুব্রহ্মণ্যম স্বামীর মতো বিজেপি সাংসদ যাঁরা আয়কর ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে তাঁদের যুক্তি,
১. আয়কর নেওয়া বন্ধ করে দিলে করদাতাদের হাতে বাড়তি টাকা থাকবে
২. সেই টাকা তাঁরা খরচ করবেন
৩. এতে অর্থনীতি আরও সচল হবে
advertisement
৪. আয়কর না থাকলে কালোটাকা বলেও কিছু থাকবে না
৫. তখন বাজারে আরও বেশি টাকা বিনিয়োগের সম্ভাবনা
৬. তাছাড়া, আয়কর না থাকলে দফতর চালানোর বিপুল খরচও থাকবে না
আরও পড়ুন: বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী, আম জনতার জন্য কী অপেক্ষা করছে ?
তাহলে আয়কর কেন?
১. ২০২০-২১ আর্থিক বছরের হিসেব অনুযায়ী, কর বাবদ কেন্দ্রের রাজকোষে জমা পড়েছে ২৪ লক্ষ ২৩ হাজার কোটি টাকা
২. যার মধ্যে শুধুমাত্র আয়কর বাবদ এসেছে ৬ লক্ষ ২৫ হাজার কোটি
৩. অর্থাৎ কর থেকে আয়ের প্রায় ২৬ শতাংশই আয়কর
৪. আয়কর তুলে দিলে কেন্দ্রের এই বড় আয়ের উৎস বন্ধ হয়ে যাবে
সেক্ষেত্রে আয়ের জন্য বিকল্প পথে খুঁজতে হবে।
বিকল্প আয়ের পথ কী ? অর্থনীতিবিদদের একাংশের মতে,
১. ফিক্সড ডিপোজিটের মতো স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদ বাড়ানো যেতে পারে
২. তাতে সঞ্চয়ের প্রবণতা বাড়বে
৩. অন্যদিকে, ঋণের উপর সুদের হার কমানো যেতে পারে
৪. তাতে ঋণ নেওয়া এবং লগ্নির প্রবণতা বাড়বে
৫. দেশের আর্থিক বৃদ্ধিতে গতি আসবে
আরও পড়ুন: বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ
বিকল্প আয়ে বিপদ
অর্থনীতিবিদদের আরেক অংশের মতে,
আয়কর বন্ধের ক্ষতি জিএসটি বাড়িয়েও উসুল করে নেওয়া যেতে পারে ৷ কিন্তু, সেক্ষেত্রে দেড় কোটি মানুষের কর না দেওয়ার বোঝা প্রায় ১২৯ কোটি নাগরিকের ঘাড়ে গিয়ে পড়বে৷ কারণ, জিএসটি বাড়লে দাম বাড়বে৷ যাঁদের আয়কর দিতে হয় না তাঁদেরও বেশি দামে সেই জিনিস কিনতে হবে ৷
আয়কর ছাড়াই আয়
আয়কর না নিয়েও যে অর্থনীতির ঘোড়া ছোটানো সম্ভব তা দেখিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ।
সে দেশে সাধারণ জনতাকে আয়কর দিতে হয় না
কর্পোরেট ট্যাক্স দিতে হয় তেল সংস্থা এবং বিদেশি ব্যাঙ্কগুলিকে
ভারতের সিকিমেও স্থায়ী বাসিন্দারা আয়করের আওতার বাইরে
এককালে আয়করের আওতার বাইরে ছিল জম্মু-কাশ্মীরও