TRENDING:

Online Fraud: থাকুন সদা সুরক্ষিত, এক নজরে দেখে নিন অনলাইন ব্যাঙ্কিং দুর্নীতি থেকে বাঁচার উপায়!

Last Updated:

Stay protected against online fraud: এক নজরে দেখে নেওয়া যাক অনলাইন ব্যাঙ্কিং দুর্নীতি থেকে বাঁচার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বর্তমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অনলাইন ব্যাঙ্কিং দুর্নীতি। এখন অনলাইনের কাজ অনেক বেড়ে যাওয়ার ফলে দুর্নীতিবাজরা তার ফায়দা তুলছে। তারা বিভিন্ন ধরনের অসৎ পথ অবলম্বন করে ঠকিয়ে চলেছে মানুষদের। তারা নির্দিষ্ট কয়েকটি উপায়ে চালিয়ে যাচ্ছে এই ধরনের দুর্নীতি (Online Fraud)। কিন্তু কয়েকটি বিষয় মাথায় রাখলেই এই ধরনের অনলাইন ব্যাঙ্কিং দুর্নীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক অনলাইন ব্যাঙ্কিং দুর্নীতি থেকে বাঁচার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় (Stay protected against online fraud)।
advertisement

ভিশিং (Vishing) -

ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্নীতি করা হয়। এই ধরনের ফেক কল করে বলা হয় নিজেদের ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য বলার জন্য। সেই সকল ফেক কল করে বিভিন্ন ধরনের টোপ দেওয়া হয়ে থাকে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখা প্রয়োজন ব্যাঙ্ক থেকে এমন কোনও ধরনের ফোন করা হয় না। তাই এই ধরনের ফোন করা হলে নিজেদের ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা উচিত নয় (Online Fraud)।

advertisement

আরও পড়ুন-Digital Currency: দেশে আসছে ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোর সঙ্গে এর আদতে তফাত কোথায় জেনে নিন

ফিশিং (Phishing)-

এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফেক মেসেজ এবং ইমেল পাঠানো হয়ে থাকে। এই ধরনের ফেক মেসেজ এবং ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের টোপ দেওয়া হয়ে থাকে। এই ধরনের মেসেজ ও ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের লিঙ্কও পাঠানো হয়। কিন্তু ভুলেও সেই সমস্ত লিঙ্কে ক্লিক করা উচিত নয়। কারণ এগুলোই হল ক্ষতিকারক ফিশিং লিঙ্ক। একবার সেই লিঙ্কে ক্লিক করলে নিজেদের ডিভাইসের সমস্ত তথ্য উড়ে যেতে পারে। খোয়া যেতে পারে ব্যাঙ্কের টাকা।

advertisement

রিমোট অ্যাকসেস (Remote Access) -

ফোনের মাধ্যমে বলা হয় নিজেদের ডিভাইসে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করার জন্য। কিন্তু ভুলেও সেই অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। কারণ এর ফলে নিজেদের ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন-Viral Video: স্ত্রী-র সঙ্গে তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে ফেললেন স্বামী ! তারপর যা করলেন... ভিডিও এখন ভাইরাল

advertisement

ইউপিআই পিন (UPI PIN)-

নিজেদের ইউপিআই পিন অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। অনেক সময় অনেকেই সেটা জানার চেষ্টা করবে বিভিন্ন ধরনের টোপ দিয়ে। কিন্তু কোনও সময়েই সেটি অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়।

ফেক নম্বর (Fake Number)-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিভিন্ন ধরনের ফেক নম্বর ব্যাঙ্কের নাম দিয়ে তৈরি করে ফোন করা হয় গ্রাহকের কাছে। এর ফলে এই ধরনের ফোন পেয়ে থাকলে কারও সঙ্গে কোনও কিছু শেয়ার না করে সরাসরি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করা প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Online Fraud: থাকুন সদা সুরক্ষিত, এক নজরে দেখে নিন অনলাইন ব্যাঙ্কিং দুর্নীতি থেকে বাঁচার উপায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল