ভিশিং (Vishing) -
ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্নীতি করা হয়। এই ধরনের ফেক কল করে বলা হয় নিজেদের ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য বলার জন্য। সেই সকল ফেক কল করে বিভিন্ন ধরনের টোপ দেওয়া হয়ে থাকে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখা প্রয়োজন ব্যাঙ্ক থেকে এমন কোনও ধরনের ফোন করা হয় না। তাই এই ধরনের ফোন করা হলে নিজেদের ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা উচিত নয় (Online Fraud)।
advertisement
আরও পড়ুন-Digital Currency: দেশে আসছে ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোর সঙ্গে এর আদতে তফাত কোথায় জেনে নিন
ফিশিং (Phishing)-
এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফেক মেসেজ এবং ইমেল পাঠানো হয়ে থাকে। এই ধরনের ফেক মেসেজ এবং ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের টোপ দেওয়া হয়ে থাকে। এই ধরনের মেসেজ ও ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের লিঙ্কও পাঠানো হয়। কিন্তু ভুলেও সেই সমস্ত লিঙ্কে ক্লিক করা উচিত নয়। কারণ এগুলোই হল ক্ষতিকারক ফিশিং লিঙ্ক। একবার সেই লিঙ্কে ক্লিক করলে নিজেদের ডিভাইসের সমস্ত তথ্য উড়ে যেতে পারে। খোয়া যেতে পারে ব্যাঙ্কের টাকা।
রিমোট অ্যাকসেস (Remote Access) -
ফোনের মাধ্যমে বলা হয় নিজেদের ডিভাইসে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করার জন্য। কিন্তু ভুলেও সেই অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। কারণ এর ফলে নিজেদের ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
ইউপিআই পিন (UPI PIN)-
নিজেদের ইউপিআই পিন অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। অনেক সময় অনেকেই সেটা জানার চেষ্টা করবে বিভিন্ন ধরনের টোপ দিয়ে। কিন্তু কোনও সময়েই সেটি অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়।
ফেক নম্বর (Fake Number)-
বিভিন্ন ধরনের ফেক নম্বর ব্যাঙ্কের নাম দিয়ে তৈরি করে ফোন করা হয় গ্রাহকের কাছে। এর ফলে এই ধরনের ফোন পেয়ে থাকলে কারও সঙ্গে কোনও কিছু শেয়ার না করে সরাসরি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করা প্রয়োজন।