ভারতে ৫ টাকার বিভিন্ন রকমের কয়েন রয়েছে। প্রথমে যেটি ছিল সেই কয়েনটি অনেক মোটা। আর নতুন যেগুলি হয়েছে সেগুলি তুলনামূলক ভাবে পাতলা। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ৫ টাকার পুরনো মোটা কয়েন বাজারে আসা বন্ধ হয়ে গেছে। কারণ, ৫ টাকার পুরনো কয়েনগুলো অনেক মোটা ছিল। এগুলি তৈরিতে বেশি পরিমাণে ধাতু ব্যবহার করা হত।
advertisement
কাকতালীয় ভাবে, রেজারের ধারালো ব্লেডও এই ধাতু থেকে তৈরি হয়। পুরনো ৫ টাকার কয়েনে এই ধাতু প্রচুর পরিমাণে থাকে। আর তার জেরে একশ্রেণির দালাল চক্রের রমরমা বাড়তে শুরু করে। বেশি ধাতু থাকার কারণে এসব কয়েন বাংলাদেশে পাচার হতে থাকে। সেখানে এই কয়েন গুলি ধাতু দিয়ে ব্লেড তৈরি করা হত।
একটি কয়েন থেকে ৬টি ব্লেড তৈরি হত। একটি ব্লেড বিক্রি হত ২ টাকায়। এভাবে ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড বানিয়ে ১২ টাকায় বিক্রি করা হত। এর জেরে চোরাকারবারিরা মোটা টাকা কামাচ্ছিল। বিষয়টি জানতে পেরেই RBI
আরও পড়ুন, ১০ টাকার কয়েন কি বাজারে চলছে না? গুজব নাকি সত্যি, জেনে নিন
আরও পড়ুন, ১০ পয়সায় ১০ হাজার টাকা! এই বিশেষ কয়েন বাড়িতে থাকলে আপনি হতে পারেন মালামাল
বাজারে কয়েন কমাতে শুরু করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫ টাকার কয়েনকে আগের থেকে পাতলা করে। এর সঙ্গে এটি তৈরিতে ব্যবহৃত ধাতুও পরিবর্তন করা হয়েছে। গত কয়েক বছর ধরে পুরনো ৫ টাকার কয়েন তৈরি বন্ধ রয়েছে। যাতে দালাল চক্র পয়সা থেকে নতুন করে আর ব্লেড তৈরি করতে না পারে।