১০ টাকার কয়েন কি বাজারে চলছে না? গুজব নাকি সত্যি, জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
10 rupees coin: দশ টাকার কয়েন নাকি বাজারে কেউ নিচ্ছে না! ব্যাপারটা কী!
বলোদাবাজার: ছত্তিশগড়ের বালোদা বাজার শহরে ১০ টাকার কয়েন চলছে না বলে গুজব ছড়িয়েছে। এই কয়েন না চলার গুজব এমনভাবে ছড়িয়ে পড়েছে যে বছরের পর বছর ধরে ব্যবসায়ী এবং গ্রাহকরা ১০ টাকার কয়েন নিচ্ছেন না।
ব্যবসায়ীরা দাবি করেছেন, ১০ টাকার কয়েন চলে না। আর গ্রাহকরা বলছেন, ১০ টাকার কয়েন থাকলে ব্যবসায়ীরা নেয় না। নিউজ 18 গ্রাহক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে গুজবের ব্যাপারে নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন- টার্গেট মেঘালয়, ভোট ঘোষণার আগেই প্রচারে নেমে পড়ছেন মমতা-অভিষেক
অন্যদিকে, প্রশাসনিক আধিকারিক রোমা শ্রীবাস্তব ব্যবসায়ীদের চেয়ে বেশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।আসলে, বালোদাবাজার শহরে কয়েক বছর ধরে ১০ টাকার কয়েনের প্রচলন পুরোপুরি বন্ধ রয়েছে।
advertisement
advertisement
কেউ গুজব ছড়িয়ে দিয়েছে, ১০ টাকার কয়েন অনেকেই নেয় না। ফলে ব্যবসায়ীরাও ১০ টাকার কয়েন গ্রহণ করছেন না। গ্রাহকরাও ১০ টাকার কয়েন নিতে চাইছেন না। নিউজ 18 বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিল। তাঁদের মধ্যে বেশিরভাগ এই ব্যাপারে কথা বলতে চাননি।
শুধু তাই নয়, বাসে যাতায়াতকারী যাত্রী বা স্কুল পড়ুয়ারাও অভিযোগ করেছেন, কন্ডাকটর ১০ টাকার কয়েন নেয় না। অন্যদিকে, যাত্রীরাও কন্ডাক্টরের কাছে রাখা কয়েন নেয় না বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন- Weather Update: ঘন কুয়াশা-শৈত্যপ্রবাহ জোড়া ফলায় বিদ্ধ, শীত কাঁপাচ্ছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম
নিউজ 18 এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করায় জানা যায়, এটি সম্পূর্ণরূপে একটি গুজব। অনেকেই এই গুজব সত্যি বলে মনে করছে। এই বিষয়ে প্রশাসনিক আধিকারিক রোমা শ্রীবাস্তব বলেছেন, এটি সম্পূর্ণ গুজব। ১০ টাকার কয়েন সারা দেশের যে কোনও বাজারে চলছে। এই নিয়ে গুজব ছড়াচ্ছে যারা তাদের শাস্তি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 1:51 PM IST