TRENDING:

Petrol Diesel Prices : আজ শেষ হচ্ছে নির্বাচন, কাল থেকেই হু হু করে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!

Last Updated:

Petrol Diesel Prices : এই ভাবে কয়েকদিন লাগাতার দাম বাড়তে থাকলে প্রতি লিটারে দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোমবার উত্তরপ্রদেশে শেষ দফার ভোট (Assembly Election in UP) ৷ গত কয়েকদিন ধরে পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচন এদিন শেষ হতে চলেছে ৷ আর এর সঙ্গেই তেল সংস্থাগুলি মঙ্গলবার থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
advertisement

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৩৯ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ ৷ এর জেরে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর চাপ বাড়তে শুরু করেছে তেল সংস্থাগুলির উপরে ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় সুখবর! ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ২ লক্ষ টাকা...

সরকার ১৫ জুন ২০১৭ থেকে তেলের দাম সম্পূর্ণ ভাবে বাজারের উপর নির্ধারিত করে দিয়েছে ৷ অর্থাৎ বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ কিন্তু গত কয়েকদিন ধরে ৫ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের জেরে সরকার পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল গত ৪ মাস ধরে ৷ এই সময় ক্রুড অয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে যার জেরে পেট্রোলিয়াম সংস্থাগুলির উপরে দাম বৃদ্ধি করার চাপ অনেকটাই বেড়ে গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: প্রথম বেতন কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখে নিন এখনই!

এনার্জি মার্কেট ও কমোডিটি এক্সপার্ট অজয় কেডিয়া জানিয়েছেন, ভারতীয় পেট্রোলিয়াম সংস্থাগুলির বড় লোকসান হচ্ছে ৷ চার মাস আগে যে দামে ক্রুড অয়েল কেনা হত এখন প্রায় তার দ্বিগুণ দাম দিতে হয় ৷ স্বাভাবিক ভাবে ভারসাম্য বজায় রাখতে দাম বাড়াতে হবে পেট্রোল ও ডিজেলের ৷  অনুমান করা হচ্ছে আগামিকাল থেকে প্রতি লিটারে ৫০ পয়সা বা তার বেশি দাম বাড়ানো হতে পারে ৷ এই ভাবে কয়েকদিন লাগাতার দাম বাড়তে থাকলে প্রতি লিটারে দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: এক নজরে দেখে নিন অবসরের সময় প্রায় ১৫ কোটি টাকা সঞ্চয়ের উপায়!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বেশি কিছু এক্সপার্ট জানিয়েছেন, সংস্থাগুলি তাদের মার্জিনের ক্ষতিপূরণের জেরে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চলেছে ৷ আবগারি শুল্কের উপর যে ছাড় দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার দাবি জানানো হতে পারে ৷ আবগারি শুল্কে দেওয়া ছাড় সরকারের তরফে তুলে নেওয়া হলে পেট্রোলের দাম এক ধাক্কায় ৫ টাকা বেড়ে যেতে পারে ৷ অন্যদিকে, সংস্থাগুলি ধীরে ধীরে দাম বাড়ালেও ভারসাম্য বজায় রাখতে ৫-৬ টাকা বাড়াতে হবে পেট্রোলের ৷ এই হিসেবে মোট ১০ টাকা প্রতি লিটারে দাম বাড়তে চলেছে পেট্রোলের ৷ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসের দামও বাড়তে শুরু করে দেবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : আজ শেষ হচ্ছে নির্বাচন, কাল থেকেই হু হু করে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল