আরও পড়ুন: HDFC শেয়ার কিনলে পাওয়া যেতে পারে ভালো রিটার্ন? কী বলছে বিশেষজ্ঞদের পরামর্শ?
দু’দিন আগে দিল্লিতে পেট্রোলের উপরে ভ্যাট (slashes vat on petrol) কমানোর সিদ্ধান্ত নেয় কেজরিওয়াল সরকার ৷ এর জেরে একবারে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮টাকা করে কমে গিয়েছে ৷ দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম (Petrol Rate) ১০৩.৯৩ টাকা থেকে কমে ৯৫.৪১ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: হলমার্ক ছাড়া গয়না বিক্রি করা দণ্ডনীয় অপরাধ, ২৫৬ শহরে জারি হল মোদি সরকারের নতুন আইন!
এক নজরে দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol and Diesel Price Today)
- দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
- গান্ধিনগর- পেট্রোল ৯৩.৩৫ টাকা, ডিজেল ৮৯.৩৩ টাকা
- পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
প্রতিদিন সকাল ৬টার সময় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই বিশেষ অ্যাকাউন্ট থাকলেই পাওয়া যাবে ২০ লাখ টাকার সুবিধা!
এই ভাবে চেক করে নিতে পারবেন আজকের পেট্রোল ও ডিজেলের দাম
এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷