TRENDING:

Nykaa IPO: মোটা টাকা উপার্জনের সুবর্ণ সুযোগ! আজ থেকে খুলছে নায়কা-র আইপিও, দেখে নিন কীভাবে সাবস্ক্রাইব করবেন

Last Updated:

Nykaa-র ইস্যু নিয়ে বেশিরভাগ ব্রোকারেজ হাউস পজিটিভ রয়েছে এবং এখানে ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইপিও থেকে আয় করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুযোগ ৷ কোটি টাকা আয় করা সংস্থায় টাকা ইনভেস্ট করার সুযোগ রয়েছে ৷ বিউটি এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টসের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ব্র্যান্ড নায়কা-র (Nykaa) আইপিও ২৮ অক্টোবর অর্থাৎ আজ থেকে খুলছে ৷ FSN E-Commerce Ventures এই ইস্যু থেকে ৫৩৫২ কোটি টাকা বাজার থেকে তোলার প্রস্তুতি নিচ্ছে ৷ FSN E-Commerce Ventures-এর Nykaa ও Nykaa Fashion দুটি ব্র্যান্ড রয়েছে ৷
advertisement

আরও পড়ুন: দীপাবলিতে মেক আপ হোক প্রদীপ শিখার মতো বর্ণময়, রইল প্রয়োজনীয় গাইড!

২০১২ সাল থেকে পথ চলা শুরু Nykaa -র ৷ প্রথমে ফান্ডিং প্রাইভেট ইক্যুইটি ফার্ম TPG করেছিল ৷ Nykaa দেশের হাতে গোনা সেই সমস্ত অনলাইন রিটেলারদের মধ্যে একটি যা প্রফিটে রয়েছে ৷

১ নভেম্বর পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবেন-

advertisement

শেয়ারের ফ্রেশ ইস্যু ৬৩০ কোটি টাকার ৷ অফার ফর সেল (OFS) ৪৭২১ কোটি টাকার ৷ এই আইপিও ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে ৷ Nykaa-র ইস্যুর প্রাইস ব্যান্ড ১০৮৫-১১২৫ টাকা প্রতি শেয়ার ৷

আরও পড়ুন: এই ব্যবসা শুরু করে প্রতি মাসে আয় করতে পারবেন ৮ লক্ষ টাকা !

advertisement

কেন করবেন ইনভেস্ট

Nykaa-র ইস্যু নিয়ে বেশিরভাগ ব্রোকারেজ হাউস পজিটিভ রয়েছে এবং এখানে ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছে ৷ তবে Marwadi Shares and Finance বিনিয়োগকারীদের একটু সজাগ হয়ে ইনভেস্ট করার কথা বলেছে ৷ ব্রোকারেজ ফার্ম Nykaa-র ইস্যু-তে “Subscribe with caution” রেটিং দিয়েছে ৷ Hem Securities জানিয়েছে, বিউটি ও পার্সোনাল কেয়ার মার্কেটে Nykaa-র কাছে ভাল সুযোগ রয়েছে ৷ 2025 পর্যন্ত Nykaa-র গ্রোথ বার্ষিক ১২ শতাংশ হিসেবে হবে ৷

advertisement

আরও পড়ুন: সোনা-রুপোর নয়া দাম জারি, আজ থেকে ৪০০০ টাকা সস্তায় মিলবে সোনা, দাম কমল রুপোরও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্থার ভ্যালুয়েশন ৭.১১ কোটি ডলার অর্থাৎ ৫৩২০০ কোটি টাকা ৷ সংস্থার ইস্যু ২৮ অক্টোবর খুলবে এবং বন্ধ হবে ১ নভেম্বর ৷ সংস্থা আইপিও-র জন্য প্রাইস ব্র্যান্ড ১০৮৫-১১২৫ টাকা প্রতি শেয়ার ঠিক করেছে ৷ নায়কা ইস্যু থেকে ৫৩৫২ কোটি টাকা তোলার চেষ্টা করছে ৷ এর মধ্যে ৬৩০ কোটি টাকার ফ্রেশ ইস্যু ও ৪৭৭২ কোটি টাকার শেয়ার অফার ফর সেলে (OFS) বিক্রি করা হবে ৷ গত আর্থিক বছরে সংস্থার রেভেনিউ বেড়ে ২৪৪১ কোটি টাকা হয়েছিল ৷ এর মধ্যে ৬১.৯ কোটি টাকার প্রফিট হয়েছে ৷ মার্চের শেষ পর্যন্ত প্রায় ৪.৩৭ কোটি মোবাইল অ্যাপ ডাউনলোড হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nykaa IPO: মোটা টাকা উপার্জনের সুবর্ণ সুযোগ! আজ থেকে খুলছে নায়কা-র আইপিও, দেখে নিন কীভাবে সাবস্ক্রাইব করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল