আরও পড়ুন: মাত্র ৩০০ টাকা মাসে বিনিয়োগ করে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকার মোটা ফান্ড!
NRA জানতে পেরেছে যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিতে নিয়োগের নাম করেও বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে বেশ কিছু জাল বিজ্ঞাপন ঘুরছে ৷ এই সমস্ত জাল বিজ্ঞাপন থেকে সাবধান থাকার জন্য NRA-এর তরফে একটি নোটিস জারি করা হয়েছে ৷ জানা গিয়েছে nragovt.online নামে একটি জাল ওয়েবসাইট তৈরি করেছে প্রতারকরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জাল ওয়েবসাইটের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে এনআরএ ৷
advertisement
তদন্ত করছে এজেন্সি -
NRA জানিয়েছে এরকম ওয়েবসাইট সম্পূর্ণ জাল ৷ এই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ৷ এনআরএ জানিয়েছে যে এখনও পর্যন্ত তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেনি ৷
আরও পড়ুন: হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ
NRA এখনও নিজেদের ওয়েবসাইট লঞ্চ করেনি-
এনআরএ এখনও তাদের অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেনি ৷ তাই আবেদনকারী এবং সাধারণ মানুষকে এই ধরনের জাল ওয়েবসাইট ও বিজ্ঞাপন বা ভিডিও থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: সরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !
NRA এর নাম কী ?
সরকারি চাকরি জন্য আবেদনকারীদের স্ক্রিনিং, শর্টলিস্টিং করার জন্য কমন এলিজিবিলিট টেস্ট আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে এনআরএ-কে ৷ এর মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে বোর্ড ও ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের (IBPS) মাধ্যমে ভর্তি করা হবে ৷