TRENDING:

Alert! সরকারি চাকরি দেওয়ার নামে চলছে বড়সড় প্রতারণা, সতর্ক করল NRA

Last Updated:

Fake Websites: এই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির (National Recruitment Agency) তরফে জারি করা হল সতর্কবার্তা ৷ সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে থাকে এমন একাধিক ভুয়ো ওয়েবসাইট ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হয়েছে ৷ একাধিকবার আবেদনকারীদের এই সমস্ত ভুয়ো ওয়েবসাইট সম্পর্কে অ্যালর্ট করা হয়েছে ৷ অনলাইনে এজেন্সির নাম করে চাকুরিজীবীদের জন্য ফাঁদ পাতা রয়েছে ৷ না বুঝে অনেকেই এই জাল ওয়েবসাইটের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন ৷ তাই বারবার ওয়েবসাইট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আবেদনকারীদের ৷
advertisement

আরও পড়ুন: মাত্র ৩০০ টাকা মাসে বিনিয়োগ করে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকার মোটা ফান্ড!

NRA জানতে পেরেছে যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিতে নিয়োগের নাম করেও বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে বেশ কিছু জাল বিজ্ঞাপন ঘুরছে ৷ এই সমস্ত জাল বিজ্ঞাপন থেকে সাবধান থাকার জন্য NRA-এর তরফে একটি নোটিস জারি করা হয়েছে ৷ জানা গিয়েছে nragovt.online নামে একটি জাল ওয়েবসাইট তৈরি করেছে প্রতারকরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জাল ওয়েবসাইটের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে এনআরএ ৷

advertisement

তদন্ত করছে এজেন্সি -

NRA জানিয়েছে এরকম ওয়েবসাইট সম্পূর্ণ জাল ৷  এই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ৷ এনআরএ জানিয়েছে যে এখনও পর্যন্ত তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেনি ৷

আরও পড়ুন:  হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ

advertisement

NRA এখনও নিজেদের ওয়েবসাইট লঞ্চ করেনি-

এনআরএ এখনও তাদের অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেনি ৷ তাই আবেদনকারী এবং সাধারণ মানুষকে এই ধরনের জাল ওয়েবসাইট ও বিজ্ঞাপন বা ভিডিও থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: সরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !

advertisement

NRA এর নাম কী ?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সরকারি চাকরি জন্য আবেদনকারীদের স্ক্রিনিং, শর্টলিস্টিং করার জন্য কমন এলিজিবিলিট টেস্ট আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে এনআরএ-কে ৷ এর মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে বোর্ড ও ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের (IBPS) মাধ্যমে ভর্তি করা হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! সরকারি চাকরি দেওয়ার নামে চলছে বড়সড় প্রতারণা, সতর্ক করল NRA
Open in App
হোম
খবর
ফটো
লোকাল