TRENDING:

এবার WhatsApp-এর মাধ্যমেই খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট, জেনে নিন কী ভাবে!

Last Updated:

বিনিয়োগকারীরা WhatsApp-এর চ্যাট উইন্ডোর মাধ্যমে আইপিও-র জন্য আবেদন করতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে WhatsApp-এর মাধ্যমেই খোলা সম্ভব ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account)। যদি এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আইপিওতে (IPO) বিনিয়োগ করার জন্যও WhatsApp ব্যবহার করা যাবে। ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আপস্টকস (Upstox) এই ধরনের নতুন সার্ভিস শুরু করার কথা ঘোষণা করেছে। আপস্টকস WhatsApp-এর মাধ্যমে আইপিও সম্পর্কিত অ্যাপ্লিকেশনের জন্য এন্ড-টু-এন্ড সাপোর্ট ব্যবস্থা চালু করতে চলেছে। এই সার্ভিসের সুবিধা নেওয়ার জন্য বিনিয়োগকারীদের আপস্টকসে রেজিস্ট্রেশন করতে হবে। বিনিয়োগকারীরা WhatsApp-এর চ্যাট উইন্ডোর মাধ্যমে আইপিও-র জন্য আবেদন করতে পারবে।
advertisement

আরও পড়ুন: পঞ্জিকা ৩ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

৫ গুণ গ্রোথের প্ল্যান-

আপস্টকসের কো-ফাউন্ডার শ্রীনি বিশ্বনাথ (Srini Vishwanath) জানিয়েছেন যে, এই ইন্টিগ্রেশনের সঙ্গে আপস্টকসের লক্ষ্য হল আইপিও অ্যাপ্লিকেশনে ৫ গুন গ্রোথ আদায় করা। আর্থিক বর্ষ ২০২২ সালের শেষ পর্যন্ত কোম্পানির প্ল্যান হল প্রায় ১ কোটি গ্রাহক সংখ্যা পার করা। এই সংখ্যাটা বর্তমানের ৭০ লাখের গ্রাহক সংখ্যা থেকে অনেক বেশি।

advertisement

WhatsApp থেকে আপস্টকসে ট্রানজাকশন-

- প্রথমেই আপস্টকসের ভেরিফায়েড WhatsApp প্রোফাইল নম্বর নিজেদের ফোনের কনট্যাক্ট লিস্টে সেভ করে রাখতে হবে। এর পর নিজেদের WhatsApp নম্বর থেকে সেই নম্বরে 'হাই' (Hi) লিখে পাঠাতে হবে।

- আপস্টকসের ভেরিফায়েড WhatsApp প্রোফাইল নম্বর হল ৯৩২১২৬১০৯৮।

- এর পর WhatsApp এর চ্যাট অপশনে 'ইউভিএ'-র (Uva) ব্যবহার করে 'আইপিও অ্যাপ্লিকেশনে' (IPO Application) ক্লিক করতে হবে।

advertisement

- এর পর রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এন্টার করতে হবে।

- এর পর 'অ্যাপ্লাই ফর আইপিও'-তে (Apply For IPO) ক্লিক করতে হবে।

- এর পর সেই আইপিও বেছে নিতে হবে যা সাবস্ক্রাইব করতে চাওয়া হচ্ছে।

WhatsApp থেকে আপস্টকসে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার উপায়-

- WhatsApp-এ চ্যাট উইন্ডো ব্যাবহার করে 'ওপেন অ্যান অ্যাকাউন্টে' ক্লিক করতে হবে।

advertisement

আরও পড়ুন: Toyota ভারতে আনছে নতুন গাড়ি Toyota Hilux, জেনে নিন দাম

- এর পর মোবাইল নম্বর এন্টার করতে হবে এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে।

- এর পর ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে।

- এর পর নিজেদের জন্মের তারিখ এন্টার করতে হবে।

advertisement

- এর পর নিজেদের প্যান (PAN) কার্ডের তথ্য এন্টার করতে হবে।

- এর পর WhatsApp-এর তরফ থেকে আবার আপস্টকসের পেজে রিডায়রেক্ট করার সঙ্গে সঙ্গেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আরও পড়ুন: SBI-এর পর এবার ইউনিয়ন ব্যাঙ্ক, ১ কোটি জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক! কিন্তু কেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটি বিষয় সব সময় মনে রাখা দরকার যে, WhatsApp-এ কোনও রকম ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই এবং WhatsApp-এ চ্যাটের মাধ্যমেও কোনও রকম ডকুমেন্ট সেন্ড করার প্রয়োজন নেই।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার WhatsApp-এর মাধ্যমেই খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট, জেনে নিন কী ভাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল