আরও পড়ুন: পঞ্জিকা ৩ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
৫ গুণ গ্রোথের প্ল্যান-
আপস্টকসের কো-ফাউন্ডার শ্রীনি বিশ্বনাথ (Srini Vishwanath) জানিয়েছেন যে, এই ইন্টিগ্রেশনের সঙ্গে আপস্টকসের লক্ষ্য হল আইপিও অ্যাপ্লিকেশনে ৫ গুন গ্রোথ আদায় করা। আর্থিক বর্ষ ২০২২ সালের শেষ পর্যন্ত কোম্পানির প্ল্যান হল প্রায় ১ কোটি গ্রাহক সংখ্যা পার করা। এই সংখ্যাটা বর্তমানের ৭০ লাখের গ্রাহক সংখ্যা থেকে অনেক বেশি।
advertisement
WhatsApp থেকে আপস্টকসে ট্রানজাকশন-
- প্রথমেই আপস্টকসের ভেরিফায়েড WhatsApp প্রোফাইল নম্বর নিজেদের ফোনের কনট্যাক্ট লিস্টে সেভ করে রাখতে হবে। এর পর নিজেদের WhatsApp নম্বর থেকে সেই নম্বরে 'হাই' (Hi) লিখে পাঠাতে হবে।
- আপস্টকসের ভেরিফায়েড WhatsApp প্রোফাইল নম্বর হল ৯৩২১২৬১০৯৮।
- এর পর WhatsApp এর চ্যাট অপশনে 'ইউভিএ'-র (Uva) ব্যবহার করে 'আইপিও অ্যাপ্লিকেশনে' (IPO Application) ক্লিক করতে হবে।
- এর পর রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এন্টার করতে হবে।
- এর পর 'অ্যাপ্লাই ফর আইপিও'-তে (Apply For IPO) ক্লিক করতে হবে।
- এর পর সেই আইপিও বেছে নিতে হবে যা সাবস্ক্রাইব করতে চাওয়া হচ্ছে।
WhatsApp থেকে আপস্টকসে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার উপায়-
- WhatsApp-এ চ্যাট উইন্ডো ব্যাবহার করে 'ওপেন অ্যান অ্যাকাউন্টে' ক্লিক করতে হবে।
আরও পড়ুন: Toyota ভারতে আনছে নতুন গাড়ি Toyota Hilux, জেনে নিন দাম
- এর পর মোবাইল নম্বর এন্টার করতে হবে এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে।
- এর পর ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে।
- এর পর নিজেদের জন্মের তারিখ এন্টার করতে হবে।
- এর পর নিজেদের প্যান (PAN) কার্ডের তথ্য এন্টার করতে হবে।
- এর পর WhatsApp-এর তরফ থেকে আবার আপস্টকসের পেজে রিডায়রেক্ট করার সঙ্গে সঙ্গেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আরও পড়ুন: SBI-এর পর এবার ইউনিয়ন ব্যাঙ্ক, ১ কোটি জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক! কিন্তু কেন?
একটি বিষয় সব সময় মনে রাখা দরকার যে, WhatsApp-এ কোনও রকম ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই এবং WhatsApp-এ চ্যাটের মাধ্যমেও কোনও রকম ডকুমেন্ট সেন্ড করার প্রয়োজন নেই।