আরও পড়ুন: ১০ টাকার শেয়ার হয়েছে ৩৩৮ টাকা, মাত্র ছ’মাসে ১ লক্ষ টাকা হয়েছে ৩২ লক্ষ টাকারও বেশি!
আপনার আধার নম্বরে কতগুলো সিম অ্যাক্টিভেট রয়েছে সেটা জানার জন্য সরকার একটি নতুন পোর্টাল তৈরি করেছে ৷ DoT সম্প্রতি একটি পোর্টাল টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP) লঞ্চ করেছে ৷ এই পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের আধার নম্বরের সঙ্গে যুক্ত সমস্ত ফোন নম্বর যাচাই করতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: SBI-এর গ্রাহকদের জন্য সুখবর, কম সুদে পাওয়া যাচ্ছে হোম টপ আপ লোন!
TAFCOP ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার আধার নম্বর থেকে এখনও পর্যন্ত কতগুলো সিম জারি করা হয়েছে ৷ আপনার অচেনা কোনও ফোন নম্বর লিঙ্কড থাকলে সেই বিষয়ে অভিযোগও জানাতে পারবেন ৷ এছাড়া পুরনো ও যে নম্বর ব্যবহার করেন না সেগুলি আধার থেকে আলাদা করতে পারবেন ৷
আরও পড়ুন: এই ৫টি স্মল ফাইনান্স ব্যাঙ্কের সুদের হার টেক্কা দেবে অন্যান্য বড় বড় ব্যাঙ্ককেও!
কীভাবে চেক করবেন লিঙ্কড SIM?
১. আপনার আধার লিঙ্কড মোবাইল সিমের বিষয়ে জানার জন্য আপনাকে সবার প্রথমে https://tafcop.dgtelecom.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
২. এখানে আপনার ফোন নম্বর দিতে হবে
৩. এরপর আপনাকে ‘Request OTP’ বটনে ক্লিক করতে হবে
৪. ফোন নম্বরে আসা ওটিপি দিতে হবে
৫. এবার আধার নম্বরের সঙ্গে লিঙ্কড সমস্ত নম্বর ওয়েবসাইটে দেখা যাবে
৬. এখানে ব্যবহারকারীরা সেই সমস্ত নম্বর রিপোর্ট ও ব্লক করতে পারবেন যেগুলি আর ব্যবহার হয় না বা দরকার নেই