দেশজুড়ে ৫০ হাজার বাস অপারেটার IRCTC-র সঙ্গে যুক্ত হয়েছে -
IRCTC-র মাধ্যমে এখন পর্যন্ত কেবল ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং (Ticket Booking) করা যেত ৷ যাত্রীদের এবার থেকে লাস্ট মাইল কানেক্টিভিটি দিচ্ছে আইআরসিটিসি ৷ সহজ ভাষায় বললে ফ্লাইট ও ট্রেনের পর যাত্রীদের বাসে গন্তব্যে যেতে হলে তার টিকিট বুকিং করার সুবিধা দিচ্ছে আইআরসিটিসি ৷ এর জন্য IRCTC-র সঙ্গে দেশের প্রায় ৫০,০০০ অপারেটর যুক্ত হয়েছে, যাঁরা ২২ রাজ্যে ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে যাত্রীদের তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবে ৷
advertisement
যাত্রীদের থেকে নেওয়া হবে না কোনও অতিরিক্ত চার্জ-
বাস অপারেটরদের মধ্যে প্রাইভেট অপারেটর ও রাজ্য সরকারের বাস সামিল রয়েছে ৷ IRCTC-র তরফে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে ট্রায়াল চলছিল ৷ ট্রায়াল চলাকালীন প্রতিদিন প্রায় ২০০০ থেকে ২৫০০ যাত্রী আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে বাস টিকিট বুকিং করে ৷
ট্রায়াল সফল হওয়ার পর সোমবার আইআরসিটিসি এই পরিষেবা লঞ্চ করে দিয়েছে ৷ এর জন্য যাত্রীদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷