TRENDING:

Jamnagar Refinery 25th Anniversary Celebration : জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি উদযাপন; ধীরুভাই আম্বানিকে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন নীতা

Last Updated:

Jamnagar Refinery 25th Anniversary Celebration: জামনগর রিফাইনারির ২৫ বছরের অবিস্মরণীয় সফর। সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হল এই রিফাইনারির স্বপ্নদর্শী প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: সম্প্রতি উদযাপিত হয়ে গেল জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি। বলাই বাহুল্য, এভাবেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা মাইলফলক অর্জন করল। কারণ বিশ্বের বৃহত্তম এবং সবথেকে পরিশীলিত রিফাইনারিগুলির মধ্যে অন্যতম জামনগর রিফাইনারি। ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানকার কর্মী এবং তাঁদের পরিবার। পাশাপাশি উপস্থিত ছিলেন রিফাইনারির মুখ্য একজিকিউটিভরাও। অনুষ্ঠানে তুলে ধরা হল জামনগর রিফাইনারির ২৫ বছরের অবিস্মরণীয় সফর। সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হল এই রিফাইনারির স্বপ্নদর্শী প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানিকে।
নীতা আম্বানি
নীতা আম্বানি
advertisement

আলাদা করে বলে দিতে হয় না, এই অনুষ্ঠানে আবেগে ভাসলেন সকলে! কারণ এখানে শুধুমাত্র রিফাইনারির কৃতিত্বকেই উদযাপন করা হয়নি, সেই সঙ্গে ধীরুভাই আম্বানির দেখা স্বপ্ন এবং মূল্যবোধকেও সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি। সেই সঙ্গে ধীরুভাই আম্বানির অদম্য দৃষ্টিভঙ্গি এবং লিডারশিপের প্রতি শ্রদ্ধাও জানালেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ শিয়ালদহের বহু শাখায় রেলের এই কাজ প্রায় ‘মাস্ট’! কিন্তু আসছে বাধার পর বাধা, বড় বিপদ আসন্ন? জানুন রেলের কী মত…

নীতা আম্বানি বলেন, “আমরা আজ জামনগর রিফাইনারির অনবদ্য সফর উদযাপন করছি। কিন্তু এর পাশাপাশি ধীরুভাই আম্বানির দৃষ্টিভঙ্গি যে পুরো বিষয়টিকে সম্ভব করেছে, সেটাও মনে রাখার এবং সম্মান জানানোর মুহূর্ত এটি। ভারতের জন্য একটি এনার্জি পাওয়ার হাউজ গড়ে তোলা এবং গ্লোবাল এনার্জি মার্কেটে পরিষেবা দেওয়ার বিষয়ে তাঁর যে স্বপ্ন, সেটাই আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে চলেছে।”

advertisement

আরও পড়ুনঃ টার্ম ইনস্যুরেন্স, লাইফ ইনস্যুরেন্সয়ের পার্থক্য জানেন? কোন পলিসি, কার জন্য কতটা উপকারী? বছরের শুরুতেই জেনে ইনভেস্ট করুন

আম্বানি পরিবারের হৃদয়ে জামনগরের এক বিশেষ স্থান। সেই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নীতা। বলেন, “জামনগর শুধু একটা জায়গাই নয়, এটা আসলে রিলায়েন্সের আত্মা। আমাদের হৃদয়ে এই জায়গার স্থান খুবই ভালবাসার এবং গভীর। কোকিলা মায়ের জন্য এটা তাঁর জন্মভূমি, অর্থাৎ এখানেই জন্ম তাঁর। এটাই কোকিলা মায়ের মূল্যবোধের শিকড়। আজ তিনি এখানে উপস্থিত রয়েছেন। আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তাঁর আশীর্বাদেই। তুমি যা যা আমাদের জন্য কর, সেই সব কিছুর জন্য ধন্যবাদ মা।”

advertisement

একটু থেমে মুকেশ-পত্নী বলেন, “বাবা ধীরুভাই আম্বানির জন্য জামনগর ছিল তাঁর কর্মভূমি — তাঁর দূরদর্শিতা এবং স্বপ্নের স্থান। গতকাল ছিল বাবার ৯২-তম জন্মদিন। আমি নিশ্চিত যে, তিনি এখানে আমাদের সকলের উপর নিজের আশীর্বাদ বর্ষণ করছেন। আর মুকেশের জন্য এটা তাঁর শ্রদ্ধাভূমি — পূজা এবং শ্রদ্ধার জায়গা। এটাই সেই জায়গা, যেখানে বাবা বিশ্বের বৃহত্তম মূল স্তরের শোধনাগারের স্বপ্ন দেখেছিলেন। এখানেই নিজের বাবার স্বপ্ন বাস্তবে পরিণত করতে সাহায্য করেছেন মুকেশ। আবার আমাদের তিন সন্তান বিশেষ করে অনন্তের জন্য এটা সেবাভূমি — কাজ এবং সেবার জায়গা। আসলে এটা শুধু একটা জায়গাই নয়। এটা আমাদের পরিবারের আশা আর বিশ্বাসের একটা হৃদস্পন্দনও বটে!”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ হয় জামনগর রিফাইনারিতে। যা ভারতের শক্তির চাহিদা মেটাতে এবং গ্লোবাল এনার্জি মার্কেটে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মুকেশ আম্বানির নেতৃত্বে কীভাবে জামনগর রিফাইনারি এগিয়ে চলেছে, সেটাও প্রতিফলিত হয়েছে এই অনুষ্ঠানে। এই রিফাইনারি যে প্রযুক্তিগত আবিষ্কার এবং অর্থনৈতিক রূপান্তরের একটা প্রতীক হয়ে উঠেছে, সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jamnagar Refinery 25th Anniversary Celebration : জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি উদযাপন; ধীরুভাই আম্বানিকে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন নীতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল