এ দিন বাজেট বক্ততা পেশ করতে গিয়েই নির্মলা সীতারমণ বলেন, মূলত সাতটি বিষয়ে জোর দিয়ে এবারের বাজেট পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই কারণেই এই বাজেটকে সপ্তঋষি বলে নামকরণ করছেন তিনি৷
কিন্তু কোন সাতটি বিষয়ে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার? সেই তালিকা তুলে ধরে নির্মলা সীতারণ বলেন, সমাজের সবক্ষেত্রের উন্নয়ন, প্রত্যন্ত সীমায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, প্রকৃত ক্ষমতাকে কাজে লাগানো, পরিবেশ বান্ধব উন্নয়ন, যুব শক্তির বিকাশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এর পরেই একে একে প্রতিটি ক্ষেত্রের জন্য কী কী পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, তা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
আরও পড়ুন: মোদি শাসনের ৯ বছরে ৫ নম্বরে উঠেছে ভারতীয় অর্থনীতি,বাজেটের শুরুতে দাবি নির্মলার
যেহেতু এবারের বাজেটই আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই তা জনমুখী হবে বলেই প্রত্যাশা সব মহলের৷ নির্মলা সীতারমণ অবশ্য দাবি করেছেন, আর্থিক সংস্কারের উপরেই নজর থাকবে কেন্দ্রীয় সরকারের৷ জোর দেওয়া হবে কর্মসংস্থান তৈরির উপরে৷