TRENDING:

Income Tax Slabs Budget 2025 Live : ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর মকুব! মধ্যবিত্তদের বিরাট উপহার দিলেন অর্থমন্ত্রী সীতারমণ

Last Updated:

Income Tax Slabs Budget 2025: কেন্দ্রীয় বাজেটে মোদি সরকার মধ্যবিত্তের করের বোঝা কমানো হবে বলে আশা ছিলই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাৎসরিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও আয়কর দিতে হবে না৷ কেন্দ্রীয় বাজেটে সবথেকে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ নতুন কর কাঠামোয় এই সুবিধা পাবেন করদাতারা৷
News18
News18
advertisement

১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ক্যাপিটাল গেইন ছাড়া আয়ে কোনও কর দিতে হবে না৷ এর ফলে ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়ে, তাঁদের বছরে প্রায় ৮০ হাজার টাকা সাশ্রয় হবে৷ চাকুরিজীবীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না৷ কারণ ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে ছাড় পাওয়া যাবে৷

advertisement

১২ থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর দিতে হবে ১৫ শতাংশ হারে৷ ১৬ থেকে ২০ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ আয়ে কর দিতে হবে৷ ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ২৫ শতাংশ হারে৷ ২৪ লক্ষ টাকার উপরে বার্ষিক আয়ে কর ধার্য হবে ৩০ শতাংশ হারে৷

অর্থমন্ত্রী উদাহরণ দিয়ে দাবি করেছেন, কারও বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হলে তাঁর ৮০ হাজার টাকা সাশ্রয় হবে৷

advertisement

১৮ লক্ষ টাকা বার্ষিক আয় হলে নতুন কর কাঠামোয় সাশ্রয় হবে ৭০ হাজার টাকা৷

কারও আয় বার্ষক ২৫ লক্ষ হলে বার্ষিক ১ লক্ষ ১৫ হাজার টাকা সাশ্রয় হবে৷

এক নজরে দেখে নেওয়া যাক কর কাঠামোর নতুন বিন্যাস-

বার্ষিক আয় কর
০-৪ লক্ষ শূন্য
৪-৮ লক্ষ ৫ শতাংশ
৮-১২ লক্ষ ১০ শতাংশ
১২-১৬ লক্ষ ১৫ শতাংশ
১৬-২০ লক্ষ ২০ শতাংশ
২০-২৪ লক্ষ ২৫ শতাংশ
বার্ষিক ২৪ লক্ষের উপরে আয় ৩০ শতাংশ

advertisement

অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, তার গোটাটাই নতুন কর কাঠামোর ক্ষেত্রে কার্যকর হবে৷ অর্থনীতিবিদদের ব্যাখ্যা, বাজারে চাহিদা বাড়াতেই মানুষের হাতে টাকার জোগান বাড়ানোর চেষ্টা করল মোদি সরকার৷ সেই কারণেই মধ্যবিত্তদের বিপুল করছাড় দিয়ে টাকার জোগান বাড়ানো হল৷

আরও পড়ুন: Income Tax Slabs 2025-26 Budget 2025 Live Updates: বড় সুখবর ! আয়করে বড় ছাড়, ১২ লাখ টাকা পর্যন্ত আয় করশূন্য

advertisement

গত বছরের বাজেটে কী ছিল করের হার?

বার্ষিক আয় করের হার
৩ লক্ষ শূন্য
৩-৭ লক্ষ ৫ শতাংশ
৭-১০ লক্ষ ১০ শতাংশ
১০-১২ লক্ষ ১৫ শতাংশ
১২-১৫ লক্ষ ২০ শতাংশ
১৫ লক্ষের উপরে ৩০ শতাংশ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অর্থমন্ত্রী অবশ্য স্বীকার করেছেন, এই কর ছাড়ের ফলে সরকারের আয় অনেকটাই কমবে৷ কিন্তু বাজারে চাহিদা বাড়লে ঘুরপথে জিএসটি থেকে আয়, সঞ্চয় বাড়লে অর্থনীতি চাঙ্গা হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Slabs Budget 2025 Live : ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর মকুব! মধ্যবিত্তদের বিরাট উপহার দিলেন অর্থমন্ত্রী সীতারমণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল