নতুন এই আয়কর বিল নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে৷ বাজেটে এই বিল নিয়ে অর্থমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ নতুন এই বিলের উদ্দেশ্যই হল বর্তমান আয়কর আইনের সরলীকরণ করা এবং করদাতাদের বোঝা কমানো৷
আরও পড়ুন: বিহারে নতুন বিমানবন্দর, পটনা IIT-র সম্প্রাসারণ, বাজেটে ফের নজরে বিহার
advertisement
পাশাপাশি বর্তমান আয়কর আইন যাতে সাধারণ মানুষ পড়তে এবং বুঝতে পারেন, নতুন আয়কর বিলের মাধ্যমেও সেটাও লক্ষ্য কেন্দ্রীয় সরকারের৷ বর্তমান আয়কর আইনের সরলীকরণের কথা যে কেন্দ্রীয় সরকার ভাবছে, গতবারের বাজেটেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অর্থমন্ত্রী সীতারমণ৷
সীতারমণও এ দিন দাবি করেছেন, নতুন আয়কর আইন অনেক স্বচ্ছ এবং সহজ হবে৷ বর্তমান আয়কর আইনের তুলনায় বহরে নতুন আইন অর্ধেক হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ যার ফলে করদাতা থেকে শুরু করে কর নির্ধারণকারীদেরও এই আইন বোঝা অনেক সহজ হবে৷ ফলে আয়কর নিয়ে আইনি জটিলতাও কমবে৷