TRENDING:

New Income Tax Bill: আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল! বাজেটে বড় ঘোষণা সীতারমণের

Last Updated:

নতুন এই আয়কর বিল নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে৷ বাজেটে এই বিল নিয়ে অর্থমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগামী সপ্তাহেই সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে৷  সংসদে বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এবারের বাজেটে যা অর্থমন্ত্রীর অন্যতম বড় ঘোষণা৷
ক্যানসার রোগীদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। ক্যানসারের ৩৬টি ওষুধের ক্ষেত্রে বাজেটে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
ক্যানসার রোগীদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। ক্যানসারের ৩৬টি ওষুধের ক্ষেত্রে বাজেটে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
advertisement

নতুন এই আয়কর বিল নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে৷ বাজেটে এই বিল নিয়ে অর্থমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ নতুন এই বিলের উদ্দেশ্যই হল বর্তমান আয়কর আইনের সরলীকরণ করা এবং করদাতাদের বোঝা কমানো৷

আরও পড়ুন: বিহারে নতুন বিমানবন্দর, পটনা IIT-র সম্প্রাসারণ, বাজেটে ফের নজরে বিহার

advertisement

পাশাপাশি বর্তমান আয়কর আইন যাতে সাধারণ মানুষ পড়তে এবং বুঝতে পারেন, নতুন আয়কর বিলের মাধ্যমেও সেটাও লক্ষ্য কেন্দ্রীয় সরকারের৷ বর্তমান আয়কর আইনের সরলীকরণের কথা যে কেন্দ্রীয় সরকার ভাবছে, গতবারের বাজেটেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অর্থমন্ত্রী সীতারমণ৷

সীতারমণও এ দিন দাবি করেছেন, নতুন আয়কর আইন অনেক স্বচ্ছ এবং সহজ হবে৷ বর্তমান আয়কর আইনের তুলনায় বহরে নতুন আইন অর্ধেক হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ যার ফলে করদাতা থেকে শুরু করে কর নির্ধারণকারীদেরও এই আইন বোঝা অনেক সহজ হবে৷ ফলে আয়কর নিয়ে আইনি জটিলতাও কমবে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Income Tax Bill: আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল! বাজেটে বড় ঘোষণা সীতারমণের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল