আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের বিশাল ঘোষণা! কার্যকর পুরনো পেনশন প্রকল্প, সরাসরি সুবিধা পাবেন
আরও পড়ুন: কর ছাড়ের মহালাভ! ৩১ মার্চের আগে শুধু বিনিয়োগ করতে হবে এই ১০ খাতে!
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন কেবল ৬ অঙ্কের হলমার্ককে বৈধ মানা হবে ৷ সরকারের তরফে জানানো হয়েছে, ৪ এবং ৬ অঙ্কের হলমার্ক হলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে ৷ এতদিন পর্যন্ত ডিজিট দিয়ে হলমার্কিং করা হতো তবে এখন তা বদলে আল্ফানিউমেরিক (ডিজিট ও অক্ষর) করে দেওয়া হয়েছে ৷ এবার থেকে ৪ ডিজিট হলমার্কিং পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হবে ৷
advertisement
কী HUID?
প্রতিটি গয়নার নিজের একটি পরিচয় রয়েছে। হলমার্কিং নম্বরের সাহায্যে, গ্রাহক সোনা এবং এর গয়না সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন। এর সাহায্যে প্রতারণা বা ফ্রডের সম্ভাবনা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যাবে ৷ জুয়েলার্সদের এই সংক্রান্ত তথ্য বিআইএস পোর্টালে দিতে হবে ৷ প্রত্যেক গয়নায় ম্যানুয়ালি ইউনিক নম্বর দেওয়া হবে ৷ ১ এপ্রিল থেকে দোকানগুলি নয়া হলমার্ক ছাড়া গয়না বিক্রি করতে পারবেন না তবে গ্রাহকরা পুরনো হলমার্ক থাকা গয়না বিক্রি করতে পারবেন ৷