আরও পড়ুন: ছোট থেকে সানাই বাজিয়ে আসছেন ভজহরি, বাংলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছেন ভিন রাজ্যে
ওই কৃষকের দেখানো পথে চলে আপনিও একই চাষের জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক ফসল চাষ করে মালামাল হতে পারবেন। যেমন জমিতে কোনও সবজি চাষ করুন এবং সবজির মাঝে মাঝে ড্রাগন বা সূর্যমুখী ফুল ফলান। পাশাপাশি মাঠের আল বরাবর করতে পারেন ভুট্টার চাষ। এভাবেই একটা জমিকে একাধিক ফসল চাষের জন্য একই মরশুমে ব্যবহার করে পর্যাপ্ত আয়ের পথ করে নিয়েছেন ওই কৃষক। একই খরচ ও একই সার, ওষুধ প্রয়োগে তিনটি ক্ষেত্র থেকে মুনাফা হবে। স্বল্প বিনিয়োগে বিভিন্ন ঋতুকালীন সবজি কিংবা ফুলের চাষ করে বাড়তি লাভের দিশা পেতে পারেন চাষিরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা এলাকায় বাড়ি শান্তনু সামন্তের। একই জমিতে মিশ্র চাষ করে লাভের মুখ দেখছেন তিনি। তিনি বেশ কয়েক ডেসিমেল জায়গাতে একইসঙ্গে লাগিয়েছেন বাঁধাকপি, ভুট্টা ও সূর্যমুখী। তিনি জানিয়েছেন সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এইভাবে চাষ করেই রীতিমত ভাল আয় করতে পারছেন।
রঞ্জন চন্দ