TRENDING:

New Business Ideas: অনলাইনে বিক্রি হচ্ছে নাড়ু, কাটোয়ায় চাহিদা তুঙ্গে! বাড়িতে বসে অর্ডার দিতে পারেন আপনিও 

Last Updated:

New Business Ideas: উৎসবের সময়ে নাড়ু ও কাটোয়ার চাহিদা ক্রমেই বাড়ছে। বাড়িতে বসেই সহজে অনলাইনে অর্ডার করুন এবং পছন্দের মিষ্টি পৌঁছে দিন আপনার দরজায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া : দুর্গাপুজো শেষ মানেই একসময় ঘরে ঘরে নাড়ু বানানোর ধুম লেগে যেত। মা, ঠাকুমা, পিসিমা সকলেই তৈরি করতেন বিভিন্ন রকমের নাড়ু। সেই গন্ধে যেন উৎসবের আমেজ আরও কিছুটা দীর্ঘায়িত হত। কিন্তু আজকের ব্যস্ত জীবনে সেই ছবি অনেকটাই ফিকে। কর্মব্যস্ততার চাপে এখন খুব কম বাড়িতেই তৈরি হয় নাড়ু। তবু পুরনো ঐতিহ্যকে নতুনভাবে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছেন কাটোয়ার এক যুবক সোনা রক্ষিত।
advertisement

কাটোয়ার খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের পানুহাটের বাসিন্দা সোনা, কাটোয়া কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর টিউশন পড়ানোর পাশাপাশি খাবার হোম ডেলিভারির কাজও করেন। কিন্তু এবারে দুর্গাপুজোর পর শুরু করেছেন একেবারে নতুন এক উদ্যোগ, অনলাইনেই নাড়ু বিক্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এখন তিনি বিক্রি করছেন নিজের হাতে তৈরি নাড়ু। এই প্রসঙ্গে সোনা রক্ষিত বলেন, “এখন অনেকেই বাড়িতে নাড়ু বানানোর সময় পান না। সেই কথা মাথায় রেখেই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাড়ু বিক্রি করছি। বেশ ভালই বিক্রি হচ্ছে, অনেকেই অর্ডার দিচ্ছেন।”

advertisement

আরও পড়ুন: অবসরে দু তিন ঘণ্টা কাজেই ভাল রোজগার! স্বাবলম্বী হচ্ছেন মহিলারা

তাঁর কাছে পাওয়া যাচ্ছে গুড়ের নাড়ু, চিনির নাড়ু, তিলের নাড়ু, চিঁড়ের নাড়ু সহ আরও বিভিন্ন ধরনের নাড়ু। দামও সকলের নাগালের মধ্যে, বড় নাড়ু ৮ টাকা, ছোট নাড়ু ৬ টাকা। সোনা রক্ষিত কাটোয়া শহরের মধ্যে বিনামূল্যে হোম ডেলিভারি দিচ্ছেন। তবে দূরত্ব বেশি হলে আলাদা খরচ দিতে হবে। ইতিমধ্যেই শহরের নানা প্রান্ত থেকে আসছে অর্ডার, নাড়ুও বিক্রি হচ্ছে দেদার। কালীপুজো পর্যন্ত এখন প্রতিদিন চলবে নাড়ু তৈরির কাজ।

advertisement

View More

বর্তমানে প্রতিদিন সোনার হাতে তৈরি হচ্ছে প্রায় কয়েকশ নাড়ু। প্রথম সোশ্যাল মিডিয়ায় এই নাড়ু বিক্রির কথা পোস্ট করার পরেই বাড়তে শুরু করেছে চাহিদা। সবমিলিয়ে হাতে সময় না থাকলেও আর চিন্তা নেই, এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে বাড়িতে বসেই পেয়ে যাবেন নাড়ু।

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: অনলাইনে বিক্রি হচ্ছে নাড়ু, কাটোয়ায় চাহিদা তুঙ্গে! বাড়িতে বসে অর্ডার দিতে পারেন আপনিও 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল