কোচবিহারের মারুগঞ্জ এলাকার এক কৃষক এই ফুল চাষ করে আর্থিক ভাবে বেশ অনেকটাই লাভবান হয়েছেন। তার নিজের বাড়ির সংলগ্ন ছোট্ট একটি জমিতে তিনি এই চাষাবাদ করছেন।
আরও পড়ুনঃ চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়, ব্যাপক শোরগোল হুগলিতে
গোলাপ চাষি কমল বর্মন জানাচ্ছেন, দীর্ঘ প্রায় আট বছর ধরে তিনি গোলাপ চাষ করছেন। তাঁর এই জমিতে প্রায় ২০০০ থেকে ২৫০০ গোলাপ গাছ রয়েছে। গাছগুলিতে সবসময় ফুল ফোটে। বাজারেও ফুলের চাহিদা থাকে সবসময়। তাই এই ফুল সব সময় বিক্রি করতে পারেন। এক একটি ফুল বাজারে ২-৫ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। বিশেষ কিছু মরশুমে ফুলের দাম আরও অনেকটাই বাড়ে। তখন লাভের মাত্রাও অনেকটা বেড়ে যায়। তাই
advertisement
তিনি আরও জানান, গোলাপ ফুল চাষের মাধ্যমে বহু মানুষ আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। স্বল্প জায়গা কিংবা বেশি জায়গা মূল বিষয় নয়। চাষ করতে পারলেই লাভ হওয়া একপ্রকার সুনিশ্চিত।
বিয়ের মরশুম কিংবা বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলিতে বাজারের বিভিন্ন ফুলের দোকানগুলি থেকে গোলাপ ফুলের অর্ডার পাওয়া যেতে পারে। এ ছাড়াও বিভিন্ন ডেকরেশনের দোকান থেকেও এই ফুলের অর্ডার আসে। গাছের একটি ফুল সম্পূর্ন ফুটতে সময় নেয় ৮-১০ দিন। তাই গোলাপ ফুলের উৎপাদনের মাত্রা অনেকটা বৃদ্ধি পায়। তবে এই ফুল চাষ করতে হলে আগে প্রয়োজন জমিকে ঠিক করে তৈরি করা। তারপর সেই চাষ উপযুক্ত জমিতে করতে হয়। কিছুদিন অপেক্ষা করলেই ফুল ফুটতে শুরু করে। সারা বছর ফুল ফোটে প্রতিটি গাছে।
Sarthak Pandit