TRENDING:

New Business Idea: ডাবের জলের পাশাপাশি নারকেলের চিপস, চকোলেট, আইসক্রিম বিক্রি করেই মালামাল! পাবেন বিশাল ভর্তুকি! জেনে নিন

Last Updated:

New Business Idea:কোকোনাট কিয়স্ক! নারকেলের তৈরি বিভিন্ন জিনিস বিক্রির কিয়ক্স সেন্টার তৈরি করে মিলবে নারকেল উন্নয়ন পর্ষদের সাবসিটি, নারকেলের বিভিন্ন রকম প্রোডাক্ট-এর সেলস এবং ডিসপ্লে কিয়স্ক তৈরি করে মিলতে পারে নারকেল উন্নয়ন পর্ষদের সাবসিটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: নারকেল প্রোডাক্ট সেল ডিসপ্লে কিয়স্ক তৈরি করে নারকেল উন্নয়ন পর্ষদের সাবসিটি! নারকেল চাষ বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতি | রাজ্যে তথা দেশে যেভাবে নারকেলের চাহিদা বাড়ছে, তাতে যে কোনও চাষি লাভবান হতে পারেন | গ্রামাঞ্চলে নারকেল চাষের গুরুত্ব থাকলেও শহরের মানুষের কাছে তা সমস্যা হতে পারে। গ্রাম ও শহর অঞ্চলের মানুষের জন্য নারকেল চাষ ছাড়াও নারকেল উন্নয়ন পর্ষদের সহযোগিতায় উদ্যোগী লাভবান হতে পারেন। তাহলে নারকেলের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে মেলে নারকেল উন্নয়ন পর্ষদের সহযোগিতা। কোকোনাট ওয়াটার কিয়স্ক গড়ে উঠছে শহরের বিভিন্ন স্থানে | এই কিয়স্ক ঠান্ডা নারকেল জল পরিবেশন করে | এছাড়াও নারকেলের চিপস আইসক্রিম চকোলেট-সহ নানা জিনিস বর্তমান সময়ে বেশ চাহিদা রয়েছে। আর এই সমস্ত জিনিস সেল করতে শহরে কিয়স্ক সেন্টার তৈরি করে লাভবান হতে পারেন। নারকেল কিয়স্কের ব্যাপারে বিস্তারিত শুনে নেব বিশেষজ্ঞর কাছ থেকে |
advertisement

আরও পড়ুন : এগুলি খেলেই চড়চড়িয়ে বাড়বে থাইরয়েডের রোগ! জানুন কোন কোন ক্ষতিকর খাবার থাইরয়েডের অসুখে ভুলেও মুখে দেবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

রেল স্টেশনগুলিতে চোখে পড়বে ছোট ছোট কাউন্টার যেখানে খাদ্যদ্রব্য ক্রেতাদের চোখের সামনে তুলে ধরতে সুসজ্জিত করে বিভিন্ন খাদ্যসামগ্রী রাখা। সেই রকম ডিসপ্লে স্টল বা কিয়স্ক সেন্টার যেখানে সমস্ত জিনিস নারকেলের তৈরি। নারকেলের বিভিন্ন রকম প্রোডাক্ট সেল ডিসপ্লে কিয়স্ক তৈরি করে মিলতে পারে নারকেল উন্নয়ন পর্ষদের সাবসিডি | এই কিয়স্কে স্টেইনলেস স্টিল বোর, কোকো কাটার, ট্র্যাশ ক্যান, কয়েল, বরফের জলাধার এবং আরও কিছু সহ সমস্ত উপাদান রয়েছে যা তাজা এবং ঠাণ্ডা নারকেল জল সহজে বিতরণ করে। গরমের সময় ছাড়াও নানা রকম নারকেলের প্রোডাক্ট উপলব্ধ থাকবে এখানে।নারকেল কিয়স্কের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে | স্ট্রিট ভেন্ডিং অপারেটরদের মধ্যে এটি তাঁদের প্রিয় পছন্দ হয়ে উঠছে | এমন কোকোনাট প্রোডাক্ট কিয়স্ক তৈরি করে, নারকোল উন্নয়ন পর্ষদের সহযোগিতায় যেকোনও উদ্যোগী লাভবান হতে পারেন ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ডাবের জলের পাশাপাশি নারকেলের চিপস, চকোলেট, আইসক্রিম বিক্রি করেই মালামাল! পাবেন বিশাল ভর্তুকি! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল