“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বেশ কয়েকটি গাছ রোপন করেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ রামেশ্বরপুরের জয়দেব পাল বাড়িতেই এই গাছ থেকে ভাল ফলন পেয়েছেন। তবে আগামী দিনে বাণিজ্যিকভাবে চাষে এই গাছই হতে পারে বিকল্প আয়ের উৎস। বিশেষ করে, বাড়িতে বাগান কিংবা উঠান থাকলে সেখানে ছায়াযুক্ত গাছ কিংবা আম, জাম, নারকেল, সুপারি বা তালগাছ গাছেও লতিয়ে ওঠে সহজেও।
advertisement
আবার কেউবা মাচা তৈরি করেও বাণিজ্যিকভাবে গোলমরিচের চাষ করতে পারেন। একবার চারা লাগানোর পর সামান্য যত্ন নিলেই বছরে ভাল ফলন পাওয়া সম্ভব। আর থাই ভ্যারাইটির এই গোলমরিচে স্বাদ ও গন্ধের পাশাপাশি ফলন ভাল হাওয়াই এর বাণিজ্যিক চাহিদাও ভাল বলে জানান তিনি। আম বাগান কিংবা বিভিন্ন বড় গাছে যদি গোলমরিচ চাষ করা হয়, তা হলে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব। আর এভাবেই সঠিক পরিকল্পনা এবং সামান্য পরিশ্রমেই বাড়তি আয়ের এই সহজ উপায়কে কাজে লাগানো সম্ভব!
জুলফিকার মোল্যা