TRENDING:

New Business Idea: সুন্দরবনে উন্নত প্রজাতির গোলমরিচ চাষে নতুন দিশা, রোজগার আগের থেকেও অনেক বেশিই

Last Updated:

বাণিজ্যিকভাবে চাষে এই গাছই হতে পারে বিকল্প আয়ের উৎস। বিশেষ করে, বাড়িতে বাগান কিংবা উঠান থাকলে সেখানে ছায়াযুক্ত গাছ কিংবা আম, জাম, নারকেল, সুপারি বা তালগাছ গাছেও লতিয়ে ওঠে সহজেও। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে উন্নত প্রজাতির গোলমরিচ চাষে নতুন দিশা।লতা জাতীয় মশলা গাছ। এই গাছ নিজে পরজীবী হলেও আপনাকে স্বনির্ভর করতে পারে খুব সহজেই। এবার সুন্দরবনের মাটিতেও ফলছে মূল্যবান গোলমরিচ। পরীক্ষামূলকভাবে উন্নত প্রজাতির থাই ভ্যারাইটির গোলমরিচ চাষ করেছেন। এই গোল মরিচ যা সাধারণত দেশি ও গোলমরিচের তুলনায় স্বাদ ও গন্ধে অনেকটাই এগিয়ে।
advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বেশ কয়েকটি গাছ রোপন করেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ রামেশ্বরপুরের জয়দেব পাল বাড়িতেই এই গাছ থেকে ভাল ফলন পেয়েছেন। তবে আগামী দিনে বাণিজ্যিকভাবে চাষে এই গাছই হতে পারে বিকল্প আয়ের উৎস। বিশেষ করে, বাড়িতে বাগান কিংবা উঠান থাকলে সেখানে ছায়াযুক্ত গাছ কিংবা আম, জাম, নারকেল, সুপারি বা তালগাছ গাছেও লতিয়ে ওঠে সহজেও।

advertisement

আরও পড়ুন: High Uric Acid Control Tips: এক মুখশুদ্ধিতেই তীব্র ব্যথা যন্ত্রণার দিন শেষ! মশলাতেই সাফ ইউরিক অ্যাসিড নতুন ছন্দে জীবন

আরও পড়ুন: Reserve Bank of India: ১০০, ২০০ টাকার নোট নিয়ে RBI বিরাট নির্দেশিকা! রাতের ঘুম উড়েছে ব্যাঙ্ক আধিকারিকদের

আবার কেউবা মাচা তৈরি করেও বাণিজ্যিকভাবে গোলমরিচের চাষ করতে পারেন। একবার চারা লাগানোর পর সামান্য যত্ন নিলেই বছরে ভাল ফলন পাওয়া সম্ভব। আর থাই ভ্যারাইটির এই গোলমরিচে স্বাদ ও গন্ধের পাশাপাশি ফলন ভাল হাওয়াই এর বাণিজ্যিক চাহিদাও ভাল বলে জানান তিনি। আম বাগান কিংবা বিভিন্ন বড় গাছে যদি গোলমরিচ চাষ করা হয়, তা হলে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব। আর এভাবেই সঠিক পরিকল্পনা এবং সামান্য পরিশ্রমেই বাড়তি আয়ের এই সহজ উপায়কে কাজে লাগানো সম্ভব!

advertisement

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: সুন্দরবনে উন্নত প্রজাতির গোলমরিচ চাষে নতুন দিশা, রোজগার আগের থেকেও অনেক বেশিই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল