প্রাথমিক অবস্থায় নারকেল মালা কাটার জন্য বড় হ্যাক্সো ব্লেড। এরপর দ্বিতীয় পর্যায়ে সৌখিন কাটিং এর জন্য প্রয়োজন ছোট হ্যাক্সো ব্লেড। এছাড়াও বিভিন্ন সাইজের কাঠ ঘষার ফাইল। যে ফাইল দিয়ে খুব সহজে নারকেল মালা মসৃণ করা সম্ভব।
advertisement
আরও মসৃণ করতে সাইন পেপার প্রয়োজন। কাটিং মাজা ঘষা শেষ হলে, কাঠ জোড়া লাগানোর আঠা এবং জিনিস তৈরির পর উজ্জ্বলতা বাড়াতে টাচ উড লিকুইড ব্যবহার করে সৌন্দর্য বাড়ানো। এছাড়াও কিছু কিছু জায়গায় পুটিং ব্যবহার করতে হতে পারে। এই সমস্ত জিনিস ব্যবহার করে খুব সহজে অল্প সময় পরিশ্রম করে জিনিস সুদর্শন মূল্যবান জিনিস তৈরি করা যেতে পারে।
এ প্রসঙ্গে শিল্পী প্রবীর কুন্ডু জানান, একটু সৃজনশীল চিন্তা ভাবনা থাকলে। এই কয়েকটা জিনিস ব্যবহার করে নারকেল মালার বিভিন্ন জিনিস তৈরি করা যেতে পারে। নারকেল মালা ফেলনা হলেও নারকেল মালা দিয়ে তৈরি জিনিস কদর দাম দিয়ে মানুষ কেনার আগ্রহ দেখাবে।
Rakesh Maity