ফ্র্যাঞ্চাইজি (New Business Idea) নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে, প্রোডাক্ট যেন এমন হয় যার চাহিদা কখনই কম হবে না ৷ অর্থাৎ এই প্রোডাক্টের ব্যবসা শুরু করলে লাভ ই লাভ হবে ৷ সে ক্ষেত্রে ডেয়ারি প্রোডাক্টের ব্যবসায় ভাল প্রফিট উপার্জন করার সুযোগ রয়েছে ৷
1. Aadhaar card Franchise-
advertisement
আপনি আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভাল টাকা উপার্জন করতে পারবেন ৷ এর জন্য সবার প্রথমে UIDAI এর তরফে আয়োজিত একটি পরীক্ষার দিতে হবে ৷ এরপর সার্ভিস সেন্টার খোলার লাইসেন্স দেওয়া হবে ৷ এই পরীক্ষায় পাস করে গেলে আপনাকে আধার এনরোলমেন্ট ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে ৷ এরপর কমন সার্ভিস সেন্টার থেকে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
কীভাবে আবেদন করবেন ?
আধার ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাকে NSEIT এর আধিকারিক ওয়েবসাইট https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action ভিজিট করতে হবে ৷
2. Post office Franchise-
পোস্ট অফিসের তরফেও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়ে থাকে ৷ আপনিও পোস্ট অফিস খুলে মোটা টাকা আয় করতে পারবেন ৷ পোস্ট অফিসের তরফে দু’রকমের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় ৷ এর মধ্যে প্রথমটা ফ্র্যাঞ্চাইজি আউটলেটের ও দ্বিতীয়টি পোস্টাল এজেন্টস ফ্র্যাঞ্চাইজির ৷ ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনাকে মাত্র ৫০০০ টাকা খরচ করতে হবে ৷ ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর কমিশনের মাধ্যমে আয় করতে পারবেন ৷
কীভাবে করবেন আবেদন ?
ফ্র্যাঞ্চাইজির জন্য পোস্ট অফিসের অফিশিয়াল সাইটে নোটিফিকেশন পড়ে নিন এবং আবেদন করুন ৷ আবেদন করার জন্য (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) এই অফিশিয়াল লিঙ্কে ক্লিক করতে হবে ৷
3. Amul Franchise
আমুল বিনো কোনও রয়েল্টি বা প্রফিট শেয়ারিংয়ে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে ৷ আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য বেশি টাকাও খরচ করতে হবে না ৷ ২ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ আমুল দু’ধরনের ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে ৷ একটা আউটলেট, আমুল রেলওয়ে পার্লার ও আমুল কিয়োস্কের ফ্র্যাঞ্চাইজি আর দ্বিতীয়টা আইসক্রিম স্কুফিং পার্লারের ফ্র্যাঞ্চাইজি ৷ প্রথমটাই ইনভেস্ট করলে ২ লক্ষ টাকা লাগবে আর দ্বিতীয়টাই ইনভেস্ট করতে চাইলে ৫ লক্ষ টাকা লাগবে ৷ এর মধ্যে নন রিফান্ডেবল ব্র্যান্ড সিকিউরিটি হিসেবে ২৫ থেকে ৫০ হাজার টাকা দিতে হবে ৷
কীভাবে করবেন আবেদন ?
আপনি ফ্র্যাঞ্চাইজির (New Business Idea) জন্য আবেদন করতে চাইলে retail@amul.coop এ ই-মেল করতে হবে ৷ এছাড়া এই লিঙ্কে গিয়েও বিস্তারিত জানতে পারবেন ৷