সমীক্ষা বলছে, গত মাসে মাত্র ১টি গাড়ি তৈরি হয়েছে কারখানায় ৷ এমনকি, গাড়ি রফতানিও গত মাসে একটিও হয়নি ৷ ঘটনা হল, গত বছরে এই মাসেই ২৫টি গাড়ি তৈরি হয় ৷ পাশাপাশি, ২০১৭ সালের জুন মাসে ২৭৫ টি গাড়ি তৈরি করা হয় ৷ যেখানে চলতি বছরের গত মাসে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র ১টিতে ৷ শুধু তাই নয় ৷ রাজ্যের ভিতরেও ক্রমশ কমছে ন্যানো গাড়ির চাহিদা ৷ গত বছর জুন মাসে ১৬৭ টি ন্যানো গাড়ি বিক্রি হয় ৷ কিন্তু গত জুন মাসে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩টিতে ৷
advertisement
তবে, ন্যানো গাড়ি কি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ? সেই নিয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷ টাটা মোটরসের মুখপাত্র জানিয়েছেন, ‘ন্যানো গাড়ির চাহিদা দিনকে দিন যেভাবে কমছে তাতে ২০১৯ সালে কোনওভাবেই এই গাড়ি বাজারে চলবে না ৷ সেক্ষেত্রে বিকল্প কোনও পথ ভাবতে হবে গাড়ি বিক্রি করার জন্য ৷ প্রয়োজনে আরও বিনিয়োগও করা হতে পারে ৷’