এমএফ সেন্ট্রাল (MF Central)
পুরনো মিউচুয়াল ফান্ড ((Mutual Fund)) বিনিয়োগ (Investment) ট্র্যাক করার অন্যতম একটি মাধ্যম হল এমএফ সেন্ট্রাল। এমএফ সেন্ট্রাল হল একটি অনলাইম প্ল্যাটফর্ম যার সাহায্যে হারিয়ে যাওয়া মিউচুয়াল ফান্ড খুঁজে বের করা যায়। এর একটি শর্ত হল পুরনো মিউচুয়াল ফান্ডের সঙ্গে প্যান কার্ড (PAN Card) যুক্ত করা থাকতে হবে। এমএফ সেন্ট্রালে প্রথমে মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর ব্যবহার করে রেজিস্টার করতে হবে। এরপর এই প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীর সমস্ত রকম লগ্নি পোর্টফোলিও সামনে নিয়ে আসবে। এই তালিকায় শুধুমাত্র সেই সমস্ত বিনিয়োগগুলি থাকবে যার সাথে মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর লিঙ্ক করা রয়েছে।
advertisement
আরও পড়ুন - Earn Money: ডিজিটাল গোল্ডে কেন বিনিয়োগ করবেন? দেদার টাকা ছাড়াও রয়েছে কারণ
কনসোলিডেট অ্যাকাউন্ট স্টেটম্যান্ট (Consolidated account statement)
যে সমস্ত মিউচুয়াল ফান্ডের সঙ্গে ই-মেইল আইডি যুক্ত করা আছে সেই সমস্ত বিনিয়োগ ট্র্যাক করা উপযুক্ত মাধ্যম হল কনসোলিডেট অ্যাকাউন্ট স্টেটম্যান্ট বা CAS। কে-ফিন (K-Fin) বা সিএএমএস (CAMS) পোর্টাল হল কনসোলিডেট অ্যাকাউন্ট স্টেটম্যান্টের রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্ট (RTAs)। এই দুটি পোর্টাল ব্যবহার করে পুরনো মিউচুয়াল ফান্ড লগ্নি ট্র্যাক করা যাবে। এই ক্ষেত্রে প্যান কার্ড নম্বর বাধ্যতামূলক নয়। যদি একাধিক বিনিয়োগের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইফডি ব্যবহার করা হয়ে থাকে তবে সেগুলি ব্যবহার করে সিএএস বের করতে হবে। এই প্ল্যাটফর্মগুলিতে একটি নির্দিষ্ট সময়সীমা ব্যবহার করে শুধুমাত্র ওই সময়ের মিউচুয়াল ফান্ড বিনিয়োগের বিবরণ পাওয়া যায়।
আরও পড়ুন - Panchagam 23 February: পঞ্জিকা ২৩ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
যদি এই দুই পদ্ধতি কাজ না করে?
যদি পুরনো মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগের (Investment) সঙ্গে মোবাইল নম্বর, ই-মেইল বা প্যান নম্বর যুক্ত করা না থাকে তবে সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ট্র্যাক করা সহজ নাও হতে পারে। বিনিয়োগকারীকে রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্ট (RTAs) অফিসে গিয়ে নাম, প্যান নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং ঠিকানা সহ আবেদন করতে হবে।