কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ার বিগত সাত দিনে দ্রুত গতিতে বেড়েছে। এদের শেয়ারের গ্রাফ ৩০ শতাংশ বেড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। এক বছরেই এদের শেয়ার ৯৪.৫ টাকা থেকে পৌঁছে গিয়েছে ৪১০.৪৫ টাকায়। এক বছরে এদের শেয়ারের পরিমাণ প্রায় ৩৩৪ টাকা বেড়েছে। যারা এখানে বিনিয়োগ করেছে তারা পেয়েছে মোটা রিটার্ন। কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ারে এক বছর আগে বিনিয়োগ করা ৫ লাখ টাকা এখন বেড়ে হয়েছে ২১.৭ লাখ টাকা। এই বছরের প্রথমেই এর শেয়ার ১৮২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের ৬৫ কোটি টাকার লাভ হয়েছে। আগের বছরে যার পরিমাণ ছিল ২৭.৮ কোটি টাকা। এই কোম্পানির মূল রাজস্বের পরিমাণ ২২ শতাংশ বেড়ে ৫৯০.৮৭ কোটি টাকা হয়েছে।
advertisement
আরও পড়ুন- পাকিস্তান ক্রিকেট বোর্ড এ কী ট্যুইট করল ! ক্রিকেটপ্রেমীরা হেসেই অস্থির
ব্রোকারেজ ফার্মের তরফে আশা করা হচ্ছে যে কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ার আর্থিক বর্ষ ২৩-এ ১৭.৮ শতাংশ বৃদ্ধি পাবে। যা আর্থিক বর্ষ ২০-তে ছিল ১৩.৭ শতাংশ, আর্থিক বর্ষ ২১-এ ছিল ১৫.২ শতাংশ এবং আর্থিক বর্ষ ২২-এ হয়েছে ১৭.৫ শতাংশ। কোম্পানির শেয়ারের ধারাবাহিক বৃদ্ধির জন্য তা এক উচ্চসীমায় পৌঁছে গিয়েছে। কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ারে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য এটি বিশাল সুখবর। ভালো রিটার্ন পাওয়ার জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সেই কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। বিগত বছরগুলোতে সেই কোম্পানির শেয়ার কমন রিটার্ন দিয়েছে, কত শতাংশ হারে তা বৃদ্ধি পেয়েছে ইত্যাদি সব কিছু জেনে তার পরেই বিনিয়োগ করা দরকার। বেশি লাভের আশায় না জেনে কোথাও বিনিয়োগ করলে নিজেদেরই লোকসানের সম্ভাবনা থেকে। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে একটি বিষয় ভালো মতো জেনে নেওয়া দরকার যে এর বাজার সব সময় ওঠানামা করে।