TRENDING:

Tata Elxsi: ২ বছরে ১ লাখ টাকা হয়েছে ১১ লাখ টাকা, এক নজরে দেখে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক!

Last Updated:

Tata Elxsi: বিগত ২ বছরে এই শেয়ার ৬৩৯ টাকা থেকে পৌঁছে গিয়েছে প্রায় ৭০৪৫ টাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মহামারীর জন্য পুরো বিশ্ব জুড়ে শেয়ার বাজারে পতন দেখা দিয়েছিল। কিন্তু ভারতের বাজার বিগত প্রায় ২ বছরে ভাল রিটার্ন দিয়েছে। এর ফলে মাল্টিব্যাগার শেয়ারের লিস্ট অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। টাটা এলেক্সির (Tata Elxsi) শেয়ার তার বিনিয়োগকারীদের দিয়েছে ভাল রিটার্ন। এর ফলে এটি একটি মাল্টিব্যাগার স্টকে পরিণত হয়েছে। বিগত ২ বছরে এই শেয়ার ৬৩৯ টাকা থেকে পৌঁছে গিয়েছে প্রায় ৭০৪৫ টাকায়।
বড় খবর
বড় খবর
advertisement

আগের মাসে টাটা এলেক্সির শেয়ারে কিছুটা পতন দেখা দিয়েছিল। এর ফলে তার দাম ৭৬.৩ টাকা থেকে নেমে ৭০৪৫ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে এই শেয়ার অনেকটাই বৃদ্ধি লাভ করে। এক বছরে এই শেয়ার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি হয়। এর ফলে এই শেয়ার ৫৮৯৩.৬৫ টাকা থেকে পৌঁছে গিয়েছে ৭০৪৫ টাকায়। বিগত ১ বছরে টাটা এলেক্সির শেয়ার ১৬০ শতাংশ বেড়ে ২৬৯৬.৯৫ টাকা থেকে পৌঁছে গিয়েছে ৭০৪৫ টাকায়। ২০২০ সালের ২৭ মার্চ এই মাল্টিব্যাগার স্টকের দাম ছিল ৬৩৯.১০ টাকা। ২০২২ সালের ৯ মার্চ এই মাল্টিব্যাগার শেয়ার পৌঁছে গিয়েছে ৭০৪৫ টাকায়। এর ফলে ২ বছরে টাটা এলেক্সি মাল্টিব্যাগার স্টক তার বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে প্রায় ১০০০ শতাংশ।

advertisement

আরও পড়ুন: চাকরিজীবীদের জন্য ফের খারাপ খবর! মধ্যবিত্তের অবসরের সঞ্চয়ে থাবা? আবারও PF-এ সুদ কমার সম্ভাবনা!

মুনাফা -

টাটা এলেক্সি মাল্টিব্যাগার স্টকে ১ মাস আগে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকলে এখন তার পরিমাণ হয়েছে ৯২,০০০ টাকা। টাটা এলেক্সি মাল্টিব্যাগার স্টকে ৬ মাস আগে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকলে এখন তার পরিমাণ হয়েছে ১.৪০ লাখ টাকা। টাটা এলেক্সি মাল্টিব্যাগার স্টকে ২ বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকলে এখন তার পরিমাণ হয়েছে ১১ লাখ টাকা। যদি কোনও বিনিয়োগকারী ২০২২ সালের শুরুতে টাটা এলেক্সি মাল্টিব্যাগার শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ২.৬০ লাখ টাকা।

advertisement

আরও পড়ুন: নেমেছে অনেকটাই নীচে, গত ২ বছরের মধ্যে সবথেকে কম হতে চলেছে তেলের দাম!

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

টাটা এলেক্সির শেয়ার তার বিনিয়োগকারীদের দিয়েছে ভাল রিটার্ন। আগের মাসে এই শেয়ারে কিছুটা পতন দেখা দিলেও এই শেয়ার ভাল রিটার্ন দিয়েছে। যারা অনেক আগে থেকে টাটা এলেক্সি মাল্টিব্যাগার পেনি স্টকে বিনিয়োগ করেছে তারা পেয়েছে ভাল রিটার্ন। এর ফলে এই ধরনের মাল্টিব্যাগার পেনি স্টকে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়া সম্ভব। কারণ এই সকল মেল্টিব্যাগার পেনি স্টক মোটা রিটার্ন দেয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata Elxsi: ২ বছরে ১ লাখ টাকা হয়েছে ১১ লাখ টাকা, এক নজরে দেখে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল