EPFO: চাকরিজীবীদের জন্য ফের খারাপ খবর! মধ্যবিত্তের অবসরের সঞ্চয়ে থাবা? আবারও PF-এ সুদ কমার সম্ভাবনা!

Last Updated:
EPFO Meeting: প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ফের কমতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে
1/9
ক্রমশই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের এমননিতেই নাভিঃশ্বাস উঠে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ক্রমশই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের এমননিতেই নাভিঃশ্বাস উঠে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
একটা লম্বা সময় ধরে প্রভিডেন্ট ফান্ডের (EPFO) সুদ বাড়বে এমনই ভেবেছিলেন চাকরিজীবীরা ৷ প্রতীকী ছবি ৷
একটা লম্বা সময় ধরে প্রভিডেন্ট ফান্ডের (EPFO) সুদ বাড়বে এমনই ভেবেছিলেন চাকরিজীবীরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
প্রায় ৬ লক্ষ ইপিএফ (EPF) গ্রাহকদের জন্য পরে অত্যন্ত খারাপ খবর সামনেই রঙের উৎসব তার আগেই মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ পড়েছে অর্থাৎ ২০২১-২০২২ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমে ৮.১ শতাংশ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
প্রায় ৬ লক্ষ ইপিএফ (EPF) গ্রাহকদের জন্য পরে অত্যন্ত খারাপ খবর সামনেই রঙের উৎসব তার আগেই মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ পড়েছে অর্থাৎ ২০২১-২০২২ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমে ৮.১ শতাংশ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
যা অর্থবর্ষ ২০২০-২১-এ ছিল ৮.৫ শতাংশ ৷ প্রায় চার দশক পরে প্রভিডেন্ট ফান্ডের সুদ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
যা অর্থবর্ষ ২০২০-২১-এ ছিল ৮.৫ শতাংশ ৷ প্রায় চার দশক পরে প্রভিডেন্ট ফান্ডের সুদ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) বা ইপিএফও (EPFO) শনিবারের বৈঠকে সুদের হার ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এরআগে সিবিটি (CBT) প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৫ করেছিল ২০২১ অর্থবর্ষের জন্য ৷ প্রতীকী ছবি ৷
প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) বা ইপিএফও (EPFO) শনিবারের বৈঠকে সুদের হার ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এরআগে সিবিটি (CBT) প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৫ করেছিল ২০২১ অর্থবর্ষের জন্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সিদ্ধান্ত ইপিএফও (EPFO) এবার অর্থমন্ত্রকের (Finance Ministry) অনুমোদন নেবে ৷ অর্থমন্ত্রকের সবুজ সঙ্কেতের পরেই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ দিয়ে দেওয়া হবে ৷ এর আগে ১৯৭৭-৭৮-এ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার হয়েছিল ৮ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সিদ্ধান্ত ইপিএফও (EPFO) এবার অর্থমন্ত্রকের (Finance Ministry) অনুমোদন নেবে ৷ অর্থমন্ত্রকের সবুজ সঙ্কেতের পরেই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ দিয়ে দেওয়া হবে ৷ এর আগে ১৯৭৭-৭৮-এ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার হয়েছিল ৮ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এই সময়ে যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে রেপোরেট বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ ফলে বেশি করে ঋণের ইএমআই গুণতে হবে গ্রাহকদের ৷ প্রতীকী ছবি ৷
এই সময়ে যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে রেপোরেট বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ ফলে বেশি করে ঋণের ইএমআই গুণতে হবে গ্রাহকদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
তবে শ্রমমন্ত্রকের (Labour Ministry) পক্ষ থেকে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে ক্ষুদ্র সঞ্চয় ও ইপিএফের মধ্যে সামানঞ্জস্য হওয়া উচিৎ ৷ অর্থমন্ত্রক সূত্রে খবর ইপিএফে সুদের হার বেশি হওয়া উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
তবে শ্রমমন্ত্রকের (Labour Ministry) পক্ষ থেকে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে ক্ষুদ্র সঞ্চয় ও ইপিএফের মধ্যে সামানঞ্জস্য হওয়া উচিৎ ৷ অর্থমন্ত্রক সূত্রে খবর ইপিএফে সুদের হার বেশি হওয়া উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
তবে এখানেই শেষ নয় আগামী দিনে প্রভিডেন্টের সুদের হার আরও কমতে পারে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে সুদের হার বর্তমানে ৭.১ শতাংশ ৷ ফলত আগামী দিনে পিপিএফের সুদের উপরেও পড়তে পারে কোপ ৷ প্রতীকী ছবি ৷
তবে এখানেই শেষ নয় আগামী দিনে প্রভিডেন্টের সুদের হার আরও কমতে পারে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে সুদের হার বর্তমানে ৭.১ শতাংশ ৷ ফলত আগামী দিনে পিপিএফের সুদের উপরেও পড়তে পারে কোপ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement