TRENDING:

Mulching Process: আধুনিক মালচিং কৃষি পদ্ধতিতে করুন এই চাষ! লাভের মাত্র বাড়বে দ্বিগুনের বেশি

Last Updated:

Mulching Process: জেলার এক কৃষক ইন্টারনেট থেকে শিখে মালচিং পদ্ধতিতে চাষ করছেন। তিনি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করছেন। এতে গাছের মান যেমনি অনেকটাই ভাল রয়েছে। তেমনি ফলনও এসেছে অনেকটাই বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘোকসাডাঙা: শীতের মরশুমের শুরু থেকেই টমেটো চাষ করতে শুরু করেন বহু কৃষক। তবে সাবেকি পদ্ধতি ব্যবহার করে চাষ করলে লাভের চাইতে বেশি ক্ষতি হয় চাষে। যদিও বর্তমানে বহু কৃষক আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছেন। জেলার এমনই এক কৃষক ইন্টারনেট থেকে শিখে মালচিং পদ্ধতিতে চাষ করছেন বর্তমানে। তিনি মালচিং পদ্ধতিতে চাষ করছেন টমেটো। এতে গাছের মান যেমনি অনেকটাই ভাল রয়েছে। তেমনি ফলনও এসেছে অনেকটাই বেশি। অন্যান্য সাধারণ টমেটো চাষিদের চাইতে তিনি লাভ পাচ্ছেন অনেকটাই বেশি। এখনোও তাঁর টমেটো গাছে কোনোও সমস্যা দেখা দেয়নি।
advertisement

টমেটো চাষি জগবন্ধু বর্মন জানান, \”দীর্ঘ সময় ধরে তিনি টমেটো চাষ করে থাকেন। তবে অন্যান্য বছর টমেটো চাষে অসুবিধায় পড়তে হয় অনেকটাই। গাছের বিভিন্ন রোগ দেখা দিত বেশি। এছাড়া বেশি স্যার প্রয়োগ এবং বেশি কীটনাশক প্রয়োগ করতে হত। তবে এবার তিনি ইন্টারনেট থেকে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। তাই সমস্যা হচ্ছে না কোনোও ধরনের। এই পদ্ধতিতে চাষ করতে তাঁর শুরুতে সামান্য খরচ হয়েছে। তবে এখন আর খরচ হচ্ছে না। বর্তমানে তাঁর টমেটো গাছ অন্য কৃষকদের চাষ করা গাছের চাইতে অনেকটাই ভাল রয়েছে।\”

advertisement

চাষি জগবন্ধু বর্মন আরোও জানান, \”এই পদ্ধতিতে চাষ করলে লাভ দ্বিগুনের বেশি করা সম্ভব খুব সহজেই। তাই কৃষকদের উচিত এই মালচিং পদ্ধতি ব্যবহার করেই টমেটো চাষ করা। তবে একবারেই যা খরচ হবে, বারবার খরচ করার প্রয়োজন পড়বে না।\” এলাকার আরেক টমেটো চাষি নৃপেণ বর্মন জানান, \”তিনি এই মালচিং পদ্ধতি সম্পর্কে সঠিক জানেন না। তাই তিনি এই পদ্ধতি ব্যবহার করেন না। তবে এই পদ্ধতি ব্যবহার না করার ফলে চাষে অনেকটাই ক্ষতি হচ্ছে তাঁর। তিনি দেখছেন যাঁরা এই পদ্ধতি ব্যবহার করছেন তাঁদের চাষ করা গাছ অনেকটাই ভাল অবস্থায় রয়েছে।\”

advertisement

আরও পড়ুন: Maharashtra Mukhyamantri Majhi Ladli Bahen Scheme: বিরাট সিদ্ধান্ত! সরকারি প্রকল্পে একধাক্কায় মহিলারা মাসে ১,৫০০ থেকে পাবেন ২,১০০ টাকা

View More

আরও পড়ুন: Bollywood Gossip of Esha Gupta: তুফানি শরীরী মোচড়! অতিরিক্ত চুমু থেকে শয্যার ঘনিষ্ঠ দৃশ্য, লাগামছাড়া বোল্ডনেস, ১২ বছরে মাত্র ২টি হিট, ডুবিয়েছে ইমরান হাশমির নায়িকাকে

বর্তমান সময়ে আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করলে কৃষকদের মুনাফা অনেকটাই বেশি হবে। তাই কৃষকদের উচিত জেলা কৃষি দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। এবং উন্নত কৃষি পদ্ধতি সম্পর্কে নিজেদের অবগত রাখা। মালচিং পদ্ধতিতে চাষ করে চাষের সমস্যা কমিয়ে তোলা।সম্ভব অনেকটাই। এবং কৃষকদের লাভের মাত্রাও বাড়বে এই বিশেষ চাষের পদ্ধতি প্রয়োগে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mulching Process: আধুনিক মালচিং কৃষি পদ্ধতিতে করুন এই চাষ! লাভের মাত্র বাড়বে দ্বিগুনের বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল