একটু সৃজনশীল চিন্তাভাবনা থাকলে লাভের পরিমাণ আরও অনেক বেশি থাকে। বর্তমান সময়ে ফেব্রিক কাপড় ও মাটির গয়না চাহিদা। বিভিন্ন মেলা উৎসবের পাশপাশি অনলাইনে ভাল বাজার। খুব কাছেই রয়েছে পাইকারি বাজার পাইকারি করা জিনিস কিনে শুরু করতে পারেন এই ব্যবসা।
আরও পড়ুন: এখন থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা, PPF এবং সিনিয়র সিটিজেন স্কিমে কত টাকা পাবেন গ্রাহকরা?
advertisement
হার কানের শোপিস ব্যাচ সহ নানা জিনিস দারুন চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। সেই দিক গুরুত্ব রেখে তৈরি হচ্ছে নানা জিনিস। চাহিদের উপর নির্ভর করে এই সমস্ত জিনিস তৈরির সামগ্রী কমবেশি প্রায় সমস্ত জায়গায় পাওয়া যায়। অনেকই স্থানীয় বাজার থেকে সরঞ্জাম কিনে ব্যবসা শুরু করছেন। তবে কলকাতার বড়বাজারে এই সমস্ত জিনিস পাইকারি দামে কিনে ব্যবসা কয়েকগুণ বেশি লাভজনক। গয়ান তৈরিতে নতুনত্ব রাখতে পারল জিনসের বেশি থাকবে একই সঙ্গে ব্যবসা বেশি লাভজনক।
আরও পড়ুন: কোন কোন জিনিসপত্রের দাম বাড়বে? কমবে কোনগুলো? বাজেটের আগে সামনে এল ট্রেন্ড, রইল সম্পূর্ণ তালিকা
এ প্রসঙ্গে অভিজ্ঞ ব্যবসায়ীরা জানান, অফলাইন ও অনলাইনে এই হাতে তৈরি করেন দারুন চাহিদা। যদিও অনলাইনে বেশি সুবিধাজনক বলেই মনে করেন অধিকাংশ ব্যবসায়ী।
রাকেশ মাইতি





