TRENDING:

Business Ideas: হাতে তৈরি গয়না ব্যবসা আরও বেশি লাভজনক হবে এই ভাবে 

Last Updated:

Money Making Tips: এই ব্যবসায় হাজার হাজার টাকা উপার্জন করা যেতে পারে বাড়িতে বসেই। এক একটি জিনিস ৩০-৪০ টাকা খরচ করে ৮০-১০০ টাকা বিক্রি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বর্তমান সময়ে মাটির গয়না ক্রমবর্ধমান চাহিদা, অনেকই মনে করছেন এই গয়না ধাতুর গয়নার থেকেও বেশি চাহিদা! দারুন চাহিদার উপর নির্ভর করে। স্বনির্ভর হতে বহু মহিলা এখন বেছে নিচ্ছে এই গয়না তৈরির পথ। কারন এই ব্যবসা অল্প পুঁজিতে লভ্যাংশ মন্দ নয়। অল্পদিনে এই গয়না তৈরির কাজ শিখে লাভবান বহু পুরুষ মহিলা। এই ব্যবসায় হাজার হাজার টাকা উপার্জন করা যেতে পারে বাড়িতে বসেই। এক একটি জিনিস ৩০-৪০ টাকা খরচ করে ৮০-১০০ টাকা বিক্রি।
advertisement

একটু সৃজনশীল চিন্তাভাবনা থাকলে লাভের পরিমাণ আরও অনেক বেশি থাকে। বর্তমান সময়ে ফেব্রিক কাপড় ও মাটির গয়না চাহিদা। বিভিন্ন মেলা উৎসবের পাশপাশি অনলাইনে ভাল বাজার। খুব কাছেই রয়েছে পাইকারি বাজার পাইকারি করা জিনিস কিনে শুরু করতে পারেন এই ব্যবসা।

আরও পড়ুন: এখন থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা, PPF এবং সিনিয়র সিটিজেন স্কিমে কত টাকা পাবেন গ্রাহকরা?

advertisement

হার কানের শোপিস ব্যাচ সহ নানা জিনিস দারুন চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। সেই দিক গুরুত্ব রেখে তৈরি হচ্ছে নানা জিনিস। চাহিদের উপর নির্ভর করে এই সমস্ত জিনিস তৈরির সামগ্রী কমবেশি প্রায় সমস্ত জায়গায় পাওয়া যায়। অনেকই স্থানীয় বাজার থেকে সরঞ্জাম কিনে ব্যবসা শুরু করছেন। তবে কলকাতার বড়বাজারে এই সমস্ত জিনিস পাইকারি দামে কিনে ব্যবসা কয়েকগুণ বেশি লাভজনক। গয়ান তৈরিতে নতুনত্ব রাখতে পারল জিনসের বেশি থাকবে একই সঙ্গে ব্যবসা বেশি লাভজনক।

advertisement

View More

আরও পড়ুন: কোন কোন জিনিসপত্রের দাম বাড়বে? কমবে কোনগুলো? বাজেটের আগে সামনে এল ট্রেন্ড, রইল সম্পূর্ণ তালিকা

এ প্রসঙ্গে অভিজ্ঞ ব্যবসায়ীরা জানান, অফলাইন ও অনলাইনে এই হাতে তৈরি করেন দারুন চাহিদা। যদিও অনলাইনে বেশি সুবিধাজনক বলেই মনে করেন অধিকাংশ ব্যবসায়ী।

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

রাকেশ মাইতি 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: হাতে তৈরি গয়না ব্যবসা আরও বেশি লাভজনক হবে এই ভাবে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল