সিরাজুলের পরিশ্রমে ফল মিলতে দেরি হয়নি। বাড়ির পাশে এক বিঘা জমিতে প্রায় ৬০ থেকে ৭০টি খেজুর গাছ রোপণ করেন তিনি। এখন সেই গাছগুলো চোখে পড়ার মতোভাবে বেড়ে উঠেছে। আগামী দিনে এই গাছ থেকেই উন্নতমানের খেজুর ফল পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। শুধু খেজুর চাষ নয়, চারা উৎপাদন ও বিক্রির মাধ্যমেও লাভের মুখ দেখছেন এই প্রবীণ কৃষক।
advertisement
বীজ থেকে প্রায় ২০০টি চারা তৈরি করেছেন সিরাজুল ইসলাম। তাঁর তৈরি চারা ইতিমধ্যেই বাজারে বিক্রির উপযুক্ত হয়েছে। রাজ্যে আরবের খেজুর চাষ জনপ্রিয় করতে এবং স্থানীয় চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান তিনি। সিরাজুল ইসলামের কথায়, “খেজুর শুধু আরবেই নয়, আমাদের মাটিতেও ফলানো সম্ভব। পরিশ্রম, ধৈর্য আর যত্ন থাকলে সফল হওয়া যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রবীণ চাষির সাফল্যের গল্প এখন বসিরহাটে অনুপ্রেরণা হয়ে উঠেছে বহু নতুন প্রজন্মের কৃষকের কাছে। প্রবীণ এই চাষিকে দেখে এখন অনেকেই যেমন আরবের খেজুর চাষে অনুপ্রেরণা পাচ্ছেন, ঠিক সেই রকমই আবার নতুন নতুন চাষের ক্ষেত্রেও উৎসাহ পাচ্ছেন।





