TRENDING:

Money Making Tips: আরবের খেজুর চাষ করে নজির বসিরহাটের সিরাজুলের, দেখাচ্ছেন নতুন আয়ের দিশা! সাফল্যের গল্প অনুপ্রাণিত করছে অন্য চাষিদেরও

Last Updated:

বাড়ির পাশে এক বিঘা জমিতে প্রায় ৬০ থেকে ৭০টি খেজুর গাছ রোপণ করেন তিনি। এখন সেই গাছগুলো চোখে পড়ার মতোভাবে বেড়ে উঠেছে। আগামীদিনে এই গাছ থেকেই উন্নতমানের খেজুর ফল পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: আরবের খেজুরে বাংলার মাটিতে সাফল্যের স্বাক্ষর ৬৭ বছরের সিরাজুলের। সৌদি আরবে হজে গিয়ে এক নতুন প্রেরণা পেয়েছিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের বড় গোবরা গ্রামের সিরাজুল ইসলাম। সেখান থেকে সঙ্গে করে এনেছিলেন আরবের খেজুরের বীজ। দেশে ফিরে ইউটিউব ও নিজ উদ্যোগে শুরু করেন চারা তৈরির কাজ। কয়েক মাসের মধ্যেই সেই বীজ থেকে তৈরি হয় বহু চারা গাছ।
advertisement

সিরাজুলের পরিশ্রমে ফল মিলতে দেরি হয়নি। বাড়ির পাশে এক বিঘা জমিতে প্রায় ৬০ থেকে ৭০টি খেজুর গাছ রোপণ করেন তিনি। এখন সেই গাছগুলো চোখে পড়ার মতোভাবে বেড়ে উঠেছে। আগামী দিনে এই গাছ থেকেই উন্নতমানের খেজুর ফল পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। শুধু খেজুর চাষ নয়, চারা উৎপাদন ও বিক্রির মাধ্যমেও লাভের মুখ দেখছেন এই প্রবীণ কৃষক।

advertisement

আরও পড়ুন: পুরুলিয়া পেতে চলেছে নতুন ডেস্টিনেশন, প্লেনে বসে হবে জমাটি খাওয়া-দাওয়া! ঢুঁ মারতে মুখিয়ে পর্যটক থেকে পুরুলিয়াবাসীরা

বীজ থেকে প্রায় ২০০টি চারা তৈরি করেছেন সিরাজুল ইসলাম। তাঁর তৈরি চারা ইতিমধ্যেই বাজারে বিক্রির উপযুক্ত হয়েছে। রাজ্যে আরবের খেজুর চাষ জনপ্রিয় করতে এবং স্থানীয় চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান তিনি। সিরাজুল ইসলামের কথায়, “খেজুর শুধু আরবেই নয়, আমাদের মাটিতেও ফলানো সম্ভব। পরিশ্রম, ধৈর্য আর যত্ন থাকলে সফল হওয়া যায়।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এই প্রবীণ চাষির সাফল্যের গল্প এখন বসিরহাটে অনুপ্রেরণা হয়ে উঠেছে বহু নতুন প্রজন্মের কৃষকের কাছে। প্রবীণ এই চাষিকে দেখে এখন অনেকেই যেমন আরবের খেজুর চাষে অনুপ্রেরণা পাচ্ছেন, ঠিক সেই রকমই আবার নতুন নতুন চাষের ক্ষেত্রেও উৎসাহ পাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: আরবের খেজুর চাষ করে নজির বসিরহাটের সিরাজুলের, দেখাচ্ছেন নতুন আয়ের দিশা! সাফল্যের গল্প অনুপ্রাণিত করছে অন্য চাষিদেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল