TRENDING:

Money Making Tips: মাত্র ৪ দিনে আম বিক্রি করে লাখ লাখ টাকা আয় !

Last Updated:

Money Making Tips: ব্যাপক হারে বিক্রি হল, মালদহের হিমসাগর, ল্যাংড়া-সহ জেলার একাধিক প্রজাতির আম। আম পিপাসুদের চাহিদা মেটাচ্ছে মালদহের আম মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মাত্র ৪ দিনে লক্ষ লক্ষ টাকার বেচা কেনা মালদহের আম মেলায়। মুখে হাসি ক্রেতা ও বিক্রেতাদের। তবে দেশ-বিদেশের আম থাকলেও কদর দেখা মিলল মালদহের আমের। ব্যাপক হারে বিক্রি হল, মালদহের হিমসাগর, ল্যাংড়া-সহ জেলার একাধিক প্রজাতির আম। আম পিপাসুদের চাহিদা মেটাচ্ছে মালদহের আম মেলা।
advertisement

আরও পড়ুন: গাছের মগডালে নাচছে সাপ! কোথায় দেখা গেল এই ঘটনা, দেখুন Video

মাত্র ৪ দিনে প্রায় সাত লক্ষ টাকার‌‌ও বেশি আম বিক্রি মালদহের আম মেলায়। শুধু আম নয় আমের তৈরি একাধিক খাবার বিক্রি হল ব্যাপক পরিমাণে। আম দিয়ে তৈরি মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, কেক, কুলফি, পকোড়া ইত্যাদি নানান খাবারের স্টলে ভিড় দেখা মিলল ক্রেতাদের। পাশাপাশি হস্ত শিল্পীদের হাতের তৈরি একাধিক জিনিসপত্র কেনাকাটার ভিড় দেখা দেয় আম মেলায়। মেলা শেষে টাকা গুনে হাসি ফুটল বিক্রেতাদের।

advertisement

আরও পড়ুন: ১০০‍‍% গ্যারেন্টিড রিটার্ন ! প্রতিদিন ৩৩৩ টাকা জমা করে পেয়ে যাবেন ১৭ লাখ টাকার বেশি

View More

জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, ‘আগের বছরের তুলনায় আম মেলায় এই বছর অনেক পরিমাণে ভিড় হয়েছে বিক্রেতাদের। শতাধিক প্রজাতির আম প্রদর্শনীর পাশাপাশি বিপুল পরিমাণে বিক্রি হয়েছে আম ও আম দিয়ে তৈরি একাধিক খাবার। মোট চার দিনে প্রায় ৭ লক্ষ এর বেশি টাকার কেনাবেচা হয়েছে এই আম মেলায়। আগামীতে আরও ভালভাবে আম মেলার মাধ্যমে জেলার শতাধিক প্রজাতির আম কে তুলে ধরা হবে। এবং আন্তর্জাতিক বাজারে পরিচয় পাবে মালদহের আম।”

advertisement

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মালদহের সৃষ্টি শ্রী আম মেলায় জেলা সহ দেশ-বিদেশের শতাধিক প্রজাতির আম প্রদর্শনী হয়। প্রদর্শনীর পাশাপাশি আম মেলায় ব্যাপক হারে আম কিনতে ভিড় লক্ষ্য করা যায় ক্রেতাদের। মাত্র ৪ দিনে ৭ লক্ষ টাকারও বেশি আম ও আম জাত খাবারের কেনাবেচা করে খুশি ক্রেতা ও বিক্রেতারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিএম মোমিন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মাত্র ৪ দিনে আম বিক্রি করে লাখ লাখ টাকা আয় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল