আরও পড়ুন: গাছের মগডালে নাচছে সাপ! কোথায় দেখা গেল এই ঘটনা, দেখুন Video
মাত্র ৪ দিনে প্রায় সাত লক্ষ টাকারও বেশি আম বিক্রি মালদহের আম মেলায়। শুধু আম নয় আমের তৈরি একাধিক খাবার বিক্রি হল ব্যাপক পরিমাণে। আম দিয়ে তৈরি মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, কেক, কুলফি, পকোড়া ইত্যাদি নানান খাবারের স্টলে ভিড় দেখা মিলল ক্রেতাদের। পাশাপাশি হস্ত শিল্পীদের হাতের তৈরি একাধিক জিনিসপত্র কেনাকাটার ভিড় দেখা দেয় আম মেলায়। মেলা শেষে টাকা গুনে হাসি ফুটল বিক্রেতাদের।
advertisement
আরও পড়ুন: ১০০% গ্যারেন্টিড রিটার্ন ! প্রতিদিন ৩৩৩ টাকা জমা করে পেয়ে যাবেন ১৭ লাখ টাকার বেশি
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, ‘আগের বছরের তুলনায় আম মেলায় এই বছর অনেক পরিমাণে ভিড় হয়েছে বিক্রেতাদের। শতাধিক প্রজাতির আম প্রদর্শনীর পাশাপাশি বিপুল পরিমাণে বিক্রি হয়েছে আম ও আম দিয়ে তৈরি একাধিক খাবার। মোট চার দিনে প্রায় ৭ লক্ষ এর বেশি টাকার কেনাবেচা হয়েছে এই আম মেলায়। আগামীতে আরও ভালভাবে আম মেলার মাধ্যমে জেলার শতাধিক প্রজাতির আম কে তুলে ধরা হবে। এবং আন্তর্জাতিক বাজারে পরিচয় পাবে মালদহের আম।”
রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মালদহের সৃষ্টি শ্রী আম মেলায় জেলা সহ দেশ-বিদেশের শতাধিক প্রজাতির আম প্রদর্শনী হয়। প্রদর্শনীর পাশাপাশি আম মেলায় ব্যাপক হারে আম কিনতে ভিড় লক্ষ্য করা যায় ক্রেতাদের। মাত্র ৪ দিনে ৭ লক্ষ টাকারও বেশি আম ও আম জাত খাবারের কেনাবেচা করে খুশি ক্রেতা ও বিক্রেতারা।
জিএম মোমিন।