TRENDING:

Money Making Tips: বছরের এই সময় বাটা পোনা থেকে রোজগার হচ্ছে মোটা টাকা !

Last Updated:

Money Making Tips: এই সময়ে বাটা পোনার ব্যাপক চাহিদা থাকায় অনেকে এর ব্যবসা করে মোটা টাকা আয় করছেন। সহজে শুরু করা যায় এমন এই ব্যবসা অনেকের জন্য রোজগারের নতুন দিশা হয়ে উঠছে গ্রামাঞ্চলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ভারী বর্ষায় নাজেহাল চাষি থেকে সাধারণ মানুষ সকলেই! কোথাও ভারী বর্ষণের ফলে চাষিদের মাথায় হাত তো কোথাও ভারী বর্ষণের ফলে কাঁচা বাড়ি ধসে পড়েছে। ভারী বর্ষণ ও বর্ষার কারণে যেমন কিছু মানুষের ক্ষতি হচ্ছে তেমনই আবার কিছু মানুষ লক্ষী লাভের আশা করছেন বাঁকুড়ায়। গভীর নদীতে কোমর বেঁধে নেমে পড়ছেন এখানকার মানুষ। বাটা পোনা রোজগার দিচ্ছে এখানকার মৎস্যজীবীদের। তাই জোর কদমে নৌকা মেরামতির কাজ করছেন বাঁকুড়ার মৎস্যজীবীরা। সারা বছর এমনিতেই দামোদর নদী রুখা শুখা হয়ে থাকে।
advertisement

তবে বর্ষার এই কটা দিন ফুলেফেঁপে উঠে দামোদর। তাই মাছ ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছে দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা। বছরের কয়েক মাস নৌকার ব্যবহার হয়ে থাকলেও বেশিরভাগ সময়ই নৌকা ব্যবহার হয় না ফলে অযত্নে নৌকা দুর্বল হয়ে পড়ে। এই বর্ষাকালে দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় আবারও সেই নৌকা মেরামতি করে মাছ ধরাই ব্যস্ত হয়ে পড়েছেন মৎস্যজীবীরা।

advertisement

বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর সংসদের দামোদর তীরবর্তী গেটপার এলাকার মৎস্যজীবীরা সারা বছর বর্ষাকালের অপেক্ষায় থাকেন কখন দামোদর নদীতে জল বাড়বে আর কখন বেশি মাছ হবে।

View More

আরও পড়ুন: নমিনি করা ব্যক্তি কি আদৌ সম্পত্তি পান? না হলে আইন অনুযায়ী সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী কে হতে পারেন? জেনে নিন সেই নিয়ম 

advertisement

এই সময় দুটো বাড়তি পয়সা ঘরে ঢোকে মৎস্যজীবীদের। তাই একেবারে এখানকার মৎস্যজীবীরা এখন নৌকা মেরামতির কাজে ব্যস্ত।

পোড়ে থাকা এই নৌকাকে মেরামতি করেই তারা মাছ ধরতে নেমে পড়ছেন দামোদরের গভীর জলে। এ সময়ে নাওয়া খাওয়া ভুলে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছেন অশোক মন্ডল, নিমাই মন্ডল এর মত বহু মৎস্যজীবীরা।

আরও পড়ুন: নিরাপদ বিনিয়োগের জন্য কোনটি সবচেয়ে ভাল বিকল্প হবে? রিয়েল এস্টেট না কি সোনা? রিটার্নের অঙ্ক দেখে তবেই সিদ্ধান্ত নিন 

advertisement

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা নিয়ে দামোদরের গভীর জলে থাকলেই নৌকা ভর্তি বাটা পোনা সহ বিভিন্ন রকমের মাছ ধরে আনছেন মৎস্যজীবীরা। এতেই বাড়তি টাকা রোজগার করছেন দামোদর তীরবর্তী এলাকার মৎস্যজীবীরা।

অনিকেত বাউরী

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বছরের এই সময় বাটা পোনা থেকে রোজগার হচ্ছে মোটা টাকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল