তবে বর্ষার এই কটা দিন ফুলেফেঁপে উঠে দামোদর। তাই মাছ ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছে দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা। বছরের কয়েক মাস নৌকার ব্যবহার হয়ে থাকলেও বেশিরভাগ সময়ই নৌকা ব্যবহার হয় না ফলে অযত্নে নৌকা দুর্বল হয়ে পড়ে। এই বর্ষাকালে দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় আবারও সেই নৌকা মেরামতি করে মাছ ধরাই ব্যস্ত হয়ে পড়েছেন মৎস্যজীবীরা।
advertisement
বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর সংসদের দামোদর তীরবর্তী গেটপার এলাকার মৎস্যজীবীরা সারা বছর বর্ষাকালের অপেক্ষায় থাকেন কখন দামোদর নদীতে জল বাড়বে আর কখন বেশি মাছ হবে।
এই সময় দুটো বাড়তি পয়সা ঘরে ঢোকে মৎস্যজীবীদের। তাই একেবারে এখানকার মৎস্যজীবীরা এখন নৌকা মেরামতির কাজে ব্যস্ত।
পোড়ে থাকা এই নৌকাকে মেরামতি করেই তারা মাছ ধরতে নেমে পড়ছেন দামোদরের গভীর জলে। এ সময়ে নাওয়া খাওয়া ভুলে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছেন অশোক মন্ডল, নিমাই মন্ডল এর মত বহু মৎস্যজীবীরা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা নিয়ে দামোদরের গভীর জলে থাকলেই নৌকা ভর্তি বাটা পোনা সহ বিভিন্ন রকমের মাছ ধরে আনছেন মৎস্যজীবীরা। এতেই বাড়তি টাকা রোজগার করছেন দামোদর তীরবর্তী এলাকার মৎস্যজীবীরা।
অনিকেত বাউরী