TRENDING:

Money Making Tips: দু-এক মাসেই চড়চড়িয়ে বাড়বে রোজগার, নয়া এই কাজেই মুখে ফুটবে চওড়া হাসি, আজই শুরু করুন

Last Updated:

Money Making Tips: বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকে জিওল মাছের। তাই সেই মাছ চাষ করলে লাভ আসবেই। এছাড়া বাড়ির ছোট্ট চৌবাচ্চার মধ্যেও এই মাছের চাষ করা সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বাঙালির মাছের প্রতি প্রেম চিরকালের। তাইতো মাছে ভাতে বাঙালি কথাটি সর্বদা শুনতে পাওয়া যায়। তবে শুধুই একধরনের মাছ নয়, একাধিক ধরনের মাছ। রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, কই, শিং, মাগুর, পুটি, চাপিলা আরোও কত সব নাম। তবে এই মাছ চাষ করেও ব্যবসায়ীরা আর্থিক লাভ পাবেন অনেকটা। মূলত স্থানীয় মাছ চাষে এই লাভের মাত্রা পাওয়া যায় অনেকটা বেশি। কারণ, স্থানীয় মাছ চাষে মাছ মারা যায় না। এছাড়া, মাছের স্বাদ ও গুণগত মান হয় অনেকটাই বেশি। ফলে মাছের চাহিদা থাকে অনেকটাই।
advertisement

মাছ ব্যবসায়ী রফিকুল মিঞা জানান, “দীর্ঘ সময় ধরে তিনি এই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতি বছর এই মরসুম তিনি ব্যবসা শুরু করেন। তাঁর মূলত দেশির মাছ চাষে বেশি আগ্রহ। কারণ, এই মাছ খুব সহজেই চাষ করা যায়। এছাড়া, মাছের গুণগত মান রয়েছে অনেকটাই। ফলে এই মাছ গুলির বাজারে চাহিদা থাকে অনেক বেশি। মাছ চাষ করার মাধ্যমে যেকোনও ব্যক্তি খুব সহজেই খরচের দ্বিগুণ আয় পেতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে পুকুরের জলের। নাহলে মাছের ক্ষতি হয়ে মাছ মারা যেতে পারে।”

advertisement

আরও পড়ুন: জামাইষষ্ঠীর আগে বাজারে ইলিশ আর ইলিশ…! কোন মাছ পদ্মার, কোনটি ডায়মন্ড হারবারের বা ওড়িশার? কত ওজনের কী দাম? মিলছে কোন বাজারে জানুন

তিনি আরোও জানান, “বৃষ্টির জলে পুকুর ভরলে পুকুরের জলে পর্যাপ্ত পরিমাণ চুন দিতে হবে। তারপর কয়েকদিন বাদে সেই পুকুরে মাছ ছাড়তে পারবেন ব্যবসায়ী। তবে মাছের খাদ্যের মধ্যে খোল এবং বাজারে বেশকিছু খাবার পাওয়া যায়, সেগুলি ব্যবহার করা ভাল। তবে মাছের মান ভাল থাকে।” আরেক ব্যবসায়ী জাইদুল মিঞা জানান, “বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকে জিওল মাছের। তাই সেই মাছ চাষ করলে লাভ আসবেই। এছাড়া বাড়ির ছোট্ট চৌবাচ্চার মধ্যেও এই মাছের চাষ করা সম্ভব। তবে যত্ন নিতে হয় পর্যাপ্ত পরিমাণ।”

advertisement

আরও পড়ুন: দিঘি থেকে উঠে এসে আটকে গেল গাছের গুঁড়িতে ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া

যদিও বর্তমানে বাজারে একাধিক প্রজাতির চালানি মাছের আমদানি করা হয়। তবুও জেলার স্থানীয় মাছের স্বাদ ও গুণকে টেক্কা দিতে পারবেনা চালানি মাছ। তাই এই ধরনের মাছ চাষ করার মাধ্যমে খুব সহজেই ব্যবসায়ী আর্থিক লাভের মাত্রা বাড়িয়ে তুলতে পারবেন। খরচের দ্বিগুণ আয় করার মাধ্যমে অন্যান্য ব্যবসার চাইতে এই কাকে আর্থিক লাভ অনেকটাই বেশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: দু-এক মাসেই চড়চড়িয়ে বাড়বে রোজগার, নয়া এই কাজেই মুখে ফুটবে চওড়া হাসি, আজই শুরু করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল