TRENDING:

Money Making Tips: এই উপায়ে পুকুরে মাছ চাষে ৪০ শতাংশ পর্যন্ত লাভ! জেনে নিন পদ্ধতি

Last Updated:

Money Making Tips; এই নিয়মে পুকুরে মাছ চাষ করতে পারলে লাভের পরিমাণ পাওয়া যেতে পারে প্রায় ৪০ %, যে কয়েকটা দিক গুরুত্ব দিলে মাছ চাষে লাভ বেড়ে যাবে কয়েক গুণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সঠিক উপায়ে পুকুরে মাছ চাষ করতে পারলে ৪০ শতাংশ পর্যন্ত লাভের পরিমাণ! মাছ চাষ দারুন লাভজনক। যে কারণে সর্বদা মাছ চাষের প্রতি চাষীদের আগ্রহ থাকে দারুন। শুরুতে মানুষ মাছ চাষ করার আগ্রহ দেখালেও কিছুদিন মাছ চাষের পর দেখা যায় যথাযথ লাভ থেকে বঞ্চিত হয় অনেকে। যে কারণে মাছ চাষের আগে যতটা বেশি উৎসাহিত হয়, পরে ঠিক মত লাভের পরিমাণ না পেয়ে নিরাশ হতে হয় অনেককে। সেই দিক থেকে যে কয়েকটি নিয়ম পুকুরে মাছ চাষে লাভের পরিমাণ বাড়িয়ে দেয় কয়েক গুণ ।
advertisement

বিস্তারিত জানাচ্ছেন অভিজ্ঞ এক মাছ চাষি। সময়ে পুকুরে মাছ ছাড়া, মাছ বিক্রি করা, মাছের অনুপাতে নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া এবং পুকুরের যত্ন নিতে পারলেই যে কেউ মাছ চাষী হবেন লাভবান।

আরও পড়ুন: সোনার দামে বিরাট বদল, ২২ ক্যারেটের দাম ছাড়িয়ে গেল ৮০ হাজার টাকা

মাছ চাষের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল জল বা পুকুরে প্রতিদিনের অবস্থা নির্ণয়। প্রতিদিন সকালে পুকুর পরিদর্শনে বোঝা যাবে কোন দিন কতটুকু পরিমান কি খাবার দেওয়া প্রয়োজন। চাষির এই অভিজ্ঞতা থাকলে সহজে লোকসান হবে না মাছ চাষে।

advertisement

View More

পুকুর পরিচর্যার জন্য প্রতি মাস অন্তর চুন ব্যবহারের বিকল্প নেই। একই সঙ্গে প্রতিমাসে পুকুরে জাল দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রতি কুইন্টাল মাছ পিছু ২-৪ কেজি খাবার। সাধারণত নিম মহুয়া সর্ষে হল বাজারে পাওয়া রেডিমেড খাবারের থেকেও বেশি উপকারি মাছের জন্য, জানাচ্ছেন অভিজ্ঞ মাছ চাষি। পৌষ মাঘ মাসের পর থেকে এই কয়েক মাস পুকুরে চারা মাছ ছাড়ার উপযুক্ত সময়। মাছ ছাড়ার আগে চুন দিয়ে পুকুর পরিষ্কার এবং খোল ব্যবহার করে পুকুর তৈরি করে নিতে হবে।

advertisement

আরও পড়ুন: সোনা কেনার সময় সাবধান ! আপনি শুধু এই টিপসগুলো মাথায় রাখুন, না হলে ঠকে যেতে পারেন

নির্দিষ্ট দিন অন্তর পুকুরে জাল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মিঠা জলের মাছ রুই কাতলা এবং মৃগেল নির্দিষ্ট অনুপাতে চাষ করতে হবে। যে পুকুরে বক পানকৌড়ির মত পাখির উপদ্রব রয়েছে সেখানে ১০০ থেকে ১৫০ গ্রাম ওজনের মাছ ছাড়া লাভজনক।এ প্রসঙ্গে একজন সফল মাছ চাষি শেখ মিজানুর রহমান জানান, মাছ চাষ ব্যয়বহুল একটি ব্যবসা। পুকুরে কম খরচ করে চাষ করলে মাছ বেঁচে থাকবে মাছের বৃদ্ধি কম হবে। ফলে লাভের পরিমাণ কম হবে। পর্যাপ্ত খাবার দিতে পারলে মাছ চাষ প্রায় ৪০% পর্যন্ত লাভ হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই উপায়ে পুকুরে মাছ চাষে ৪০ শতাংশ পর্যন্ত লাভ! জেনে নিন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল