TRENDING:

Money Making Tips: সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ! কৃষি দফতরের দেওয়া ব্রকোলি বীজ পেয়ে খুশি চাষিরা

Last Updated:

যদি মরশুমের প্রথম দিকে লাগানো যায় তাহলে। দুই থেকে তিনবার ফলন পাওয়া যেতে পারে। কেটে নিলে পাশ থেকে আবার নতুন ব্রকোলি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ফুলকপি চাষের বদলে ব্রকোলি চাষ করেই লাভের মুখ দেখছেন কৃষকরা। সাধারণ ফুলকপির দাম কিছুটা কম বাজারে। কিন্তু রঙিন ফুলকপি বা ব্রকোলি চাষ করে লাভের মুখ দেখছেন মথুরাপুরের কৃষকরা। ব্রকোলি চাষের আরও একটি লাভের কথা জানিয়েছেন কৃষক অর্ধেন্দু মণ্ডল।
advertisement

তিনি জানিয়েছেন, এই ব্রকোলি যদি মরশুমের প্রথম দিকে লাগানো যায় তাহলে। দুই থেকে তিনবার ফলন পাওয়া যেতে পারে। ব্রকোলি কেটে নিলে পাশ থেকে আবার নতুন ব্রকোলি হয়। বেশ কয়েকবছর ধরে ব্রকোলি চাষের লাভ দেখে এবছর সাত কাঠা জমিতে ব্রকোলি লাগিয়েছেন মিহির মণ্ডল নামের এক চাষি।

আরও পড়ুন: এগরার কৃষি বিশেষজ্ঞের দুর্দান্ত বিজনেস আইডিয়া! পতিত জমিতে চাষ করেও ২০ বছর ধরে মিলবে ফল, আয় হবে বাম্পার

advertisement

View More

তিনি জানিয়েছেন, বাজারে এখন এই সবুজ ফুলকপির চাহিদা রয়েছে। ফলে চাষের পরিমাণ বাড়াতে হয়েছে। সামনে শীত আসলে আরও চাহিদা বাড়বে। সাধারণ ফুলকপি চাষ করা লাভজনক নয় বলে জানিয়েছেন তিনি। এছাড়াও অন্যান্য সবজির দামও কম থাকছে। ব্রকোলি চাষের এই উৎসাহ দেখে দক্ষিণ ২৪ পরগনার ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্রকোলির দানা সরবরাহ করা হয়েছে এবছর। এ নিয়ে ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল জানিয়েছেন, ব্রকোলি চাষ নিয়ে কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

এবছর সেজন্য কৃষি দফতর থেকে এই বীজ দেওয়া হয়েছে। যার ফলে কৃষকরা খুবই খুশি। এলাকায় এবছর এই ব্রকোলির ব্যাপক ফলন হবে বলে আশাবাদী তিনিও। বেশ কয়েকবছর আগেও এই ফুলকপি বাজারে নিয়ে গেলেও খুব একটা বিক্রি হত না। কিন্তু এখন সেই পরিস্থিতির অনেকটাই বদলে হয়েছে। ফলে এই চাষে সাফল্য আসবে বলে মত সকলের‌।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ! কৃষি দফতরের দেওয়া ব্রকোলি বীজ পেয়ে খুশি চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল